আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী শিক্ষার্থীদের ষ্টুডেন্ট ভিসা আবেদন স্থগিত করেছে যুক্তরাজ্য হাজার হাজার শিক্ষার্থী বিপাকে

রঙ্গিলা বন্ধুরে....... i_mahmud2008@yahoo.com

বাংলাদেশী শিক্ষার্থীদের ষ্টুডেন্ট ভিসা আবেদন স্থগিত করেছে যুক্তরাজ্য হাজার হাজার শিক্ষার্থী বিপাকে ইসমাইল মাহমুদ বাংলাদেশী ছাত্রদের ষ্টুডেন্ট ভিসায় স্বপ্নের দেশ যুক্তরাজ্যে যাবার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যুক্তরাজ্যের হোম অফিসের তালিকা থেকে ১৪৬টি কলেজ বাদ পড়ার ফলে গত ১ ফেব্র“য়ারী থেকে যুক্তরাজ্যে ষ্টুডেন্ট ভিসার আবেদন স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে ষ্টুডেন্ট ভিসার বর্তমান টিয়ার-৪ এর আওতায় আর কোন আবেদন আপাতত গ্রহন করা হবে না বলে জানা গেছে। এর ফলে সিলেট অঞ্চলের প্রায় সাড়ে তিন হাজার ছাত্র/ছাত্রীর অফার লেটার, ভিসা ও টিউশন ফি বাবদ এবং ব্যাংক সলভেন্সি বাবদ জমা দেয়া কোটি কোটি টাকা ফেরত প্রাপ্তি নিয়ে যুক্তরাজ্যে গমনেচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবদের মাঝে দেখা দিয়েছে হতাশা। তবে ব্রিটিশ ভিসা সেকশনের ভিএফএস’র একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আগামী ২২ ফেব্র“য়ারী পর্যন্ত যেসব ছাত্র/ছাত্রীদের ভিসা ফাইল প্রক্রিয়াধীন আছে তারা এ স্থগিতাদেশের আওতায় পড়বেন না।

ষ্টুডেন্ট ভিসা প্রসেসিং এজেন্সির একজন কর্মকর্তার আলাপকালে জানান, হঠাৎ করে এ স্থগিতাদেশ ও কলেজ কার্যক্রম স্থগিতের কারনে হাজার হাজার ভিসাপ্রার্থী চরম অনিশ্চয়তায় পড়েছেন। তিনি জানান, ভিসাপ্রার্থী শিক্ষার্থীরা যুক্তরাজ্যেস্থ কলেজে বিভিন্ন ফি বাবদ বাংলাদেশের টাকায় সাড়ে তিন লাখ টাকা করে জমা প্রদান করেছেন। অনেকেই ইতোমধ্যে যুক্তরাজ্যে যাওয়ার ভিসাও পেয়েছেন। কিন্তু কলেজ কার্যক্রম বাতিল হওয়ার ফলে এসব ছাত্র/ছাত্রী যুক্তরাজ্যে যেতে পারছেন না। অনেক ছাত্র/ছাত্রী আছেন যারা সকল ফি জমা দিয়েও ভিসা আবেদন জমা দিতে পারছেন না।

তাদের জমাকৃত টাকা ফেরত পাবার ব্যাপারে এখন পর্যন্ত কিছুই বলছে না ইউকে বর্ডার এজেন্সি। এ প্রতিবেদকের সাথে আলাপকালে মৌলভীবাজারের কামাল আহমদ বলেন আমি যুক্তরাজ্যের কলেজে ফি বাবদ জমা দেয়া আমার টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা চাই। মৌলভীবাজারের আব্দুল মুমিন চৌধুরী জানান, তিনি আগামী সেশনে যুক্তরাজ্যে ষ্টুডেন্ট ভিসার জন্য আবেদনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যুক্তরাজ্যের একটি কলেজে ভর্তি হয়ে বাংলাদেশে মেডিকেল সহ সব কিছু সম্পন্ন হওয়ার পর হঠাৎ করে তিনি জানতে পারেন ষ্টুডেন্ট ভিসার আর কোন আবেদন জমা নেয়া নিচ্ছে না যুক্তরাজ্য দুতাবাসের ভিসা সেকশন। এদিকে স¤প্রতি ষ্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যাওয়া মৌলভীবাজারের ছেলে ওয়াজির আহমেদ চৌধুরী টেলিফোনে অভিযোগ করেন তিনি লন্ডনের একসেস কলেজের ছাত্র।

এ কলেজে ভর্তির হবার সময় দেশ থেকে পাঠানো প্রায় তিন লাখ টাকার সমূদয়ই লন্ডনে জুয়েল নামের এক ব্যক্তি আত্মসাৎ করেছে। বাংলাদেশস্থ যুক্তরাজ্য দুতাবাসের একটি সুত্রে জানিয়েছে, ২০০৯ সালের শেষ তিন মাসে বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা অন্য বছর গুলোর তুলনায় কয়েক গুন বেশী হবার ফলে তারা মনে করছেন এতে অসঙ্গতি রয়েছে। মুলত ষ্টুডেন্ট ভিসার নামে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন ঠেকাতেই এ সিদ্বান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। ষ্টুডেন্ট ভিসায় ছাত্র আনার নামে নানা অনিয়মের অভিযোগে গত সপ্তাহে কয়েক দফায় যুক্তরাজ্যের হোম অফিসের টিয়ার-৪ তালিকা থেকে বাদ দেয়া হয় ১৪৬টি কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে। এ সিদ্বান্তের কারনে বিপাকে পড়েছেন উন্নত শিক্ষার জন্য যুক্তরাজ্য গমনেচ্ছুক হাজার হাজার বাংলাদেশী শিক্ষার্থী।

উল্লেখ্য যে, যুক্তরাজ্যে ষ্টুডেন্ট ভিসার বর্তমান টিয়ার-৪ প্রক্রিয়ার আওতায় গত ৭ মাসে কেবল বাংলাদেশ থেকেই যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন প্রায় ৫৩ হাজার ছাত্র-ছাত্রী। ইসমাইল মাহমুদ ০১৭১৫১৭১৯৫০ ০১৯৬১২৮৫১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.