কেউ ছিলনা আকাশ ছোঁয়ার অচিন পথে।
শোনায়নি কেউ সূর্যচুরির গল্প।
ডুবেছে সব বৃদ্ধ রোদের প্রচীন সুখে,
নতুন মাটির গন্ধ ওদের অল্প।
"ভুল করেছ, ভুল বুঝেছ"- বাজনা বাজায়,
অন্ধবোধেই ওদের অট্টহাসি।
না ছুঁয়ে যায় কি বোঝা স্পর্শানুভব?
মুক্তবোধে আমার মৃদুহাসি।
মধ্যরাতে অতল ঘুমে ব্যস্ত তারা।
মুখস্ত কিছু স্বপ্ন সেসব চোখে।
নতুন জলের নতুন নেশায় সাঁতরে বেড়াই,
ভোর-গোধুলির রঙ মিশেছে বুকে ।
জল মাখিয়ে, মাড়িয়ে সবুজ দাপড়ে বেড়ায়,
পারলোনা ছুঁতে জল সবুজের মন।
ধূসর পাখি, ঘাসফড়িংও বন্ধু আমার।
ছোট্ট নীড়ে আমার বিচরণ।
কাঁপিয়ে আকাশ বজ্র যখন গর্জে ওঠে
স্বপ্ন আমার বৃষ্টিসমেত রাত।
ডুবিয়ে দিলাম বুকপাথারে ভয়-জড়তা,
সেই পাথারেই তরুণ সুপ্রভাত।
জানি এখন আমার চোখের দৃষ্টি অসীম,
পথের ধুলো ভীষণ নিরন্তর।
ঈর্ষাকাতর, সবল হাসি চেয়ে দেখে
অচিন আঁধার আলোয় রূপান্তর।
নবীন কবি জ্ঞানের পূজক, ছল খুঁজিনা।
ভুল মাড়িয়েই শুদ্ধ বাতাস ছুঁই।
আত্মা আমার বিনম্র, কয় গলা খুলে-
"ক্ষুদ্র আমি তুচ্ছ মোটেই নই। "
[একটি ফরমায়েসি কবিতা। ভার্সিটির প্রথম বর্ষে আমাদের ডিপার্টমেন্টের নবীনবরণ উপলক্ষে লেখা]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।