আমাদের কথা খুঁজে নিন

   

আলোহীন



হারানো পাতা আমার জীবন যেন একটি বইয়ের মতো যার শেয় পাতা নেই এটা ভাল হতো খুবই যদি কিছু পাতা পেতাম আমার বইয়ের শেষটায় জীবনটা হয়তো আনন্দময় হতো একটা ভরপুর নদীর মতো যা বিরান হয়ে গেছে এখন শুকনো বিলের মতো যা হারিয়ে ফেলেছে জল । আমি হয়তো সুনাম গুলো বইতাম সবখানে জলের মতো জীবনটা আনন্দে, হাসিতে, খুশিতে হতো পরিবর্তন। আমার মন হন্যে হয়ে খুঁজে বেড়ায় সেই চুরি করা পাতাগুলোকে নিয়ে চিঠির বাহক তুমি চলে এসো আমি জীবনকে নতুন করে লিখবো । আমি মুছে দেবো সব বিষাদ জীবনের দয়া করে চলে এসো এখন আমি অপেক্ষায় আছি যদি আমি ফিরে পাই হারানো পাতাকে তবে শেষের জীবনটা পুনরায় উদ্দিপ্ত হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।