যে লেখে সে আমি নয়...
আমি দেখেছি মধ্যরাতের বিষণ্ণ আকাশ—আলোহীন অন্ধকারে
অভিশপ্ত দেবতার মতো প্রলয় যেখানে স্বয়ংসম্পূর্ণ কিংবা
পাখির ডানার মতো উড়ন্ত স্বপ্নগুলোর চাপা আর্তনাদ
সেখানে স্তব্ধ হয়ে আছে হাজার বছরের দীর্ঘশ্বাস।
কতো রাত্রির স্মৃতিময় আলেখ্য—এখানে মানবীর মতো স্থির
প্রেমিকার আঁচলের মতো প্রেমময়—ভালোবাসা !
তুমি স্বপ্নহীন মানুষের চোখে বিচিত্র স্বপ্ন কিংবা
নিঃশব্দে হারিয়ে যাওয়া মীরার মতো জীবন্ত স্মৃতি।
বিরহের সুখের মতো দুঃখ তুমি—আজন্ম সাধনা আমার
কিংবা অশ্রুহীন সাপের চোখের মতো নির্দয়—মীরা !
মধ্যরাতের নিস্তব্ধ আকাশে তুমি পূর্ণিমার চাঁদ
নক্ষত্রহীন পৃথিবীর তুমি নক্ষত্ররাজ !
সমস্ত পৃথিবী যখন বিষাক্ত হয়—আত্মহত্যার কলঙ্ক যখন
আস্ফালন করে ক্ষতচিহ্নের মতো স্থায়ী হবার বাসনায়,
সন্ধ্যার শেষে ঘরে ফেরা পাখির মতো আমি আশ্রয় খুঁজি—মীরা
স্মৃতির আয়নায় ভেসে ওঠা তোমার প্রতিবিম্ব আমাকে বাঁচিয়ে রাখে।
ঢাকা।। ২ নভেম্বর শনিবার ২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।