বছর ঘুরে আবার ও আর একটি ২১ শে ফেব্রুয়ারী চলে গেল । ৫২ এর ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট চেতনা যে স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরনা স্থল তা সহজেই অনুমেয় ।
কি ছিল সেই চেতনা? আমার মত ক্ষুদ্র ব্যক্তি এর মর্ম উপলব্ধি করতে অক্ষম । তবু বদরউদ্দিন উমর এর বই এর একটি ঘটনা কেন যেন চোখের সামনে ভাসে। ২১ ফেব্রুয়ারীর সে নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে ২২ ফেবুয়ারী যখন প্রতিবাদী হরতাল চলছিল তখন১৯৫২ সালে দেশজুড়ে চলমান দুর্ভিক্ষ অবস্থার মাঝেও খুলনার মোড়লগঞ্জের দুর্ভিক্ষপীড়িত মানুষগুলো সামিল হয়েছিল সে হরতালে ।
কিভাবে জানতে চান? তঁারা তাদের টেস্ট রিলিফ গ্রহন করেনি! তাদের দাবি ছিল খাদ্য চাই না, আমাদের সন্তান হত্যার বিচার চাই । এরকম অসংখ্য মানুষের নিঃস্বার্থ ভালবাসা আর আত্মত্যাগই হয়তো ৭১ এ চূড়ান্ত বিজয় এনে দিতে পেরেছিল। শাহবাগ এর আন্দোলন সে চেতনারই এক ধরনের বহিঃ্প্রাকাশ বলব ।
শাহবাগ এর আন্দোলন নিয়ে অনেকে অনেক কথা বলছে। অনেকে বলছে এটা বামদের আন্দোলন , আবার অনেকে বলছেন এটা ক্ষমতাসীনদের ভাওতাবাজী! আর আস্তিক-নাস্তিক বিতর্ক না হয় না ই বললাম ।
যে যাই বলুক আর প্রকৃত ফলাফল যাই হোক , লাখো মানুষের মত আমি ও এ আন্দোলকে সমর্থন করি!
আত্ম উপলব্ধি থেকে বলব, ব্যাপারটাকে একটু বিস্তীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন না । কল্পনা করুন এটি সমগ্র বাংলাদেশ এর একটি প্রতিরূপ ! কি দেখতে পাচ্ছেন, ডান-বাম, ধনী-গরিব যেখানে মিলেমিশে একসুরে গাইছে গান! সমাজতন্ত্রে বিশ্বাসী যুবক আর দাড়ি-টুপি পড়া মানুষ এখানে এক হয়ে মিশে গেছে লাল-সবুজের রঙে! পাশ্চাত্য ধ্যান-ধারনায় বিশ্বাসী যুবতী আর আল্লাহভীরু পর্দানশীল নারী যেখানে হাতে-হাত ধরে দাড়িয়েছে একই কাতারে! মন্দিরের পুরোহিত আর মসজিদের ইমাম যেখানে এক হয়ে পাশাপাশি বসেছে দেশমাতৃকার টানে। চেয়ে দেখুন স্বপ্নের বাংলাদেশ কি উঁকি দেয় এই শাহবাগ শাহবাগ: প্রজন্ম চত্ত্বরে? গণ মানুষের এই মিলিত চেতনার বহিঃ্প্রকাশ শেষ কবে দেখা গিয়েছিল তা জানা নেই। দূর্বলতা বা ব্যর্থতা নেই এটা অবশ্যই বলা যাবে না। কিন্তু তাতে কি ...যে গগন বিদারী চিৎকার আর সহস্র প্রাণের যে উচ্ছাস আমরা দেখছি তা কেন এ ভুলগুলোর আড়ালে মিলিয়ে যাবে!!আজ নাইবা উড়ল বিজয় কেতন তাতে কি ,বিভেদ আর বৈরিতার দেয়াল ভেঙে জীবন প্রদীপের যে প্রজ্বলন আজ ঘটেছে , শিখা অণির্বান হয়ে তা পথ দেখাবে অনন্তকাল এটাই প্রত্যাশা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।