অশুভ শক্তির মুখোশ উন্মোচনেই তৃপ্তি
জাতীয় বইমেলা চলছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। আমার ডিপার্টমেন্টের পাশেই মেলা। তবুও ক্লাস আর পরীক্ষার চাপে যাওয়ার সুযোগ হয় নি এতদিন। আজ বিকেলে তাই অনেক কৌতূহল নিয়ে ঢু মারতে গেলাম বইমেলায়।
মেলায় ঢুকতেই না ঢুকতেই কেমন আ'লীগ, আ'লীগ গন্ধ পেলাম।
ঢুকে যতো ঘুরছি, সে গন্ধটা ততো প্রকট হতে লাগল। দলীয়করণের নির্লজ্জ ধাক্কা এই মেলাকেও রেহাই দেয় নি। একটু পরপরই আ'লীগের বিভিন্ন সংগঠনের নামে স্টল। এসব স্টলে বই মানেই "মুক্তিযুদ্ধের যাবতীয় ভূমিকা ও সফলতা আ'লীগের"- এই বিষয়কে কেন্দ্র করে। কোনো কোনো স্টলে দেখা গেল, এমন কোনো বই নেই তাতে, যার ওপর বঙ্গবন্ধুর ছবি নাই!
এভাবে মেলা থেকে বেরুতে বেরুতে আ'লীগ স্টলের সংখ্যা গণনা করছিলাম।
অবশেষে সে সংখ্যা ১৫ ছাড়িয়ে গেল। এসব স্টলের বইগুলো প্রায় এক। ১৫টি স্টলের অধিকাংশই কোনো প্রকাশনী নয়, বরং সংগঠন। মেলায় ঢুকলে কেবল এদের স্টলই চোখে পড়বে আপনার। অথচ, এমন অনেক প্রকাশনী আছে, যারা স্টল দেবার সুযোগ পায় নি এ মেলায়!
একারণেই মনে হলো, মেলার নাম "বঙ্গবন্ধু বইমেলা"ই দেয়া উচিত ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।