আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলা

আল বিদা

েগতকাল বিকেলে বউকে নিয়ে বইমেলায় গেলাম। শাহবাগ থেকে লম্বা লাইন। আমরা টিএসসি তে গিয়ে লাইনে বেআইনীভাবে ঢুকে গেলাম যারা শাহবাগে লাইনে ছিলেন তাদের উদ্দেশ্যে সরি বলে। ভিড়ের মাঝেও হাটতে ভাল লাগছিল। হুমায়ূনের নতুন বই কেনার ইচ্ছা ছিল।

উনার বই অন্যদিন আর অন্যপ্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে। হূমায়ূন আহমেদ কাল স্টলে অটোগ্রাফ দিচ্ছিলেন। সাথে শাওনও ছিল। কিছুক্ষন ট্রাই করেও নিতে পারি নাই। তাই চলে আসলাম।

আরও যারা নিতে পারেন নাই বা কাছে ভিড়তে পারেন নাই তাদের অনেকে এমন ভাব করতেছিল যেন অটোগ্রাফ নেয়াটা বোকামী। অথচ তারাই কিছুক্ষন আগে ট্রাই করছিলন। হিপোক্রেসী আর কাকে বলে। অটোগ্রাফ অনেকে নেন না সেটা ভিন্ন কথা। আমারও খুব একটা আগ্রহ থাকে না।

ছোট ভাইবোনদের জন্য নেই। হূমায়ূন আর জাফর ইকবালকে তারা খুব পছন্দ করে। কিন্তু অটোগ্রাফকে খুব মূল্য দেই। তিনিত আর মুহিব আহমেদ না হূমায়ূন আহমেদ বা জাফর ইকবাল। ফেরদৌসী রহমানের সাথে এক লিফ্টে ৫/১০ সেকেন্ড ছিলাম।

এইটা আমার একটা বিশেষ স্মৃতি। সবাই ভাল থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।