আমাদের কথা খুঁজে নিন

   

‘২০১৬ সালে কোনো বিদ্যুৎ সমস্যা থাকবে না’

রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি।।
আলোচনায় উপজেলা চ্যেয়ারম্যানরা দেশে বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে এ সমস্যা সমাধানে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
এ সময় উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশ্যে মুহিত বলেন, "আমি আপনাদের বলছি, ২০১৬ সালের মধ্যে দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে কোনো ঘাটতি থাকবে না।”
তিনি আরো বলেন, আমরা (বর্তমান সরকার) ক্ষমতায় আসার পর ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের হুকুম দিয়েছি। সরকার চেঞ্জ হলেও এই বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না।
উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা।
উপজেলা চেয়ারম্যানরা আগামী বাজেটে প্রতি উপজেলার জন্য ৫ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.