আমাদের কথা খুঁজে নিন

   

২০১৬ সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ! Bangladesh will launch satellite by 2016



দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১০ কোটি ৯১ লাখের অধিক। পিএসটিএন গ্রাহক সংখ্যাও ১৩ লাখ ২৩ হাজারে উন্নীত হয়েছে। এ দু’য়ের মোট গ্রাহক সংখ্যা ১১ কোটি চার লাখ ২৩ হাজারের বেশি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বর্তমান সরকারের পৌনে পাঁচ বছরে তার মন্ত্রণালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কর্মসূচি হাতে নিয়েছে সে ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০১৬ সালের মধ্যে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) উৎক্ষেপণ বাস্তবায়ন করা সম্ভব হবে।

অবশ্য ইতিমধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণের এ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে পাঁচটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ৩এ লাইসেন্স প্রদান করা হয়েছে। টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল মাঠ পর্যায়ে ইতিমধ্যে এ উন্নত প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজও শুরু করে দিয়েছে। মন্ত্রী বলেন, ২৫টি দুর্গম পার্বত্য উপজেলাসহ ৪২৫টি উপজেলা টেলিটকের নেটওয়ার্কের আওতায় রয়েছে। শিগগিরই নেটওয়ার্কের এ আওতা ৪৪৮টি উপজেলায় বিস্তৃত করা হবে।

টেলিটকের প্রযুক্তিগত সহায়তায় এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমে প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি ও সমমান সকল বোর্ড, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক সমাপনী পরীক্ষা, মেডিকেল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। মন্ত্রী বলেন, টেলিটকের সহায়তায় এসএমএস পদ্ধতিতে ৩২টি বিশ্ববিদ্যালয়, ৪’শ কলেজ, ৭০টি মেডিকেল কলেজসহ মোট ৫০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ছাত্রছাত্রী শুধুমাত্র ২০১২ সালে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ ও ফি প্রদান করেছে...বাকিটুকু পড়ুন ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.