আমাদের কথা খুঁজে নিন

   

২০১৬ সাল নাগাদ শেষ হবে ইরানের বাবর ক্ষেপণাস্ত্রের কাজ

আগামী ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়েও উন্নত। ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণ করছে।

দেশটির খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি জানিয়েছেন, বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদনের জন্য এর অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে এবং এ প্রকল্পের পথে যত বাধা ছিল তার সব দূর করা হয়েছে।   

২০০৭ সালের এক চুক্তি অনুযায়ী ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের কথা ছিল রাশিয়ার। কিন্তু ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার অজুহাত তুলে তা আজও সরবরাহ করেনি মস্কো। এ অবস্থায় ইরান নিজেই এ ধরনের উন্নত প্রযুক্তি ও ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.