নামহীন অনুভূতি
আমি জিপি মডেম ব্যবহার করছি ৫মাস হল। পোস্টপেইড নেট সিম এ পি২ প্যাকেজ চালাই। কেনার প্রথম দিন থেকেই আমার মডেম কিছুক্ষণ পর পর আনপ্লাগড দেখায়। কখনো ১০ মিনিট, কখনো ১ ঘন্টা বা কখনো ১২ ঘন্টা পরপর.... নিজে থেকে আনপ্লাগড হয়ে যায় । আবার একটু পর প্লাগড ইন হয় নিজে থেকেই।
এমন হলে তাও ভাল ছিল! কানেকশনটায় অটো রিডায়াল দিয়ে রাখে এ ঝামেলা থেকে বাঁচি। কিন্ত কপাল খারাপ থাকলে মডেম আনপ্লাগড হয়ে পুরো পিসি হ্যাং হয়ে যায়। পিসি শাট ডাউন করতে দিলে শাটিং ডাউন এর স্ক্রীন এসে বসে থাকে। ১দিন ফালায়া রাখলেও শাট ডাউন হয় না। আমি আমার সব গুলো ইউএসবি পোর্ট চেক করেছি।
আমার অপারেটিং সিস্টেম বদলিয়েছি কয়েকবার। কোন লাভ হয়নি। আগে ভিস্তা চালাতাম। এখন চালাই উইন্ডোজ সেভেন। খুবি যন্ত্রণায় আছি।
কতদিন যে পিসি শাট ডাউন দিয়ে বন্ধ করিনা!! হ্যাং হয় আর রিসেট চাপি। এর ওপরেই আছি।
যারা জিপি মডেম ব্যবহার করেন তারা কেউ কি এমন ঝামেলায় পরেছেন?
টেকিদের কাছে জানতে চাই, এ সমস্যা কি কারণে হতে পারে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।