আমাদের কথা খুঁজে নিন

   

নিজামীর আইনজীবীকে ‘মারধর’

এই আইনজীবীর বক্তব্য, রোববার বিকালে সেগুন বাগিচা এলাকায় তার ওপর হামলা চালান প্রসিকিউশনের সাক্ষী জহির উদ্দিন জালাল।
তবে বিচ্ছু জালাল নামে পরিচিত এই মুক্তিযোদ্ধা বলেছেন, তার বিরুদ্ধে আনা এই অভিযোগ ষড়যন্ত্রমূলক।
আহসান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেগুনবাগিচা এলাকায় কোনো রকম উস্কানি ছাড়াই জহির উদ্দিন জালাল আমার ওপর আক্রমণ করে। আমাকে গালাগালির পাশাপাশি কিল-ঘুষি মারে। ”
আহসান কবির কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছেন।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসনাত বলেন, আইনজীবীর তলপেটে আঘাত লেগেছে। তাকে ব্যথানাশক ইনজেকশন দেয়া হয়েছে।
তবে আঘাত গুরুতর নয় বলে জানান এই চিকিৎসক।
হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো বিষয়টি মিথ্যা। ”
“সামনে মুজাহিদের মামলায় আইনজীবিরা যুক্তি-তর্ক উপস্থাপন করবে।

তার আগে ষড়যন্ত্র করে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। ”
এদিকে দলের সেক্রেটারি জেনারেল মুজাহিদের আইনজীবীর ওপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে বলেছে, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে মামলার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হোক, তা সরকার চায় না।
হামলাকারীকে গ্রেপ্তার এবং ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
আহসান কবীর জানান, তিনি হামলার অভিযোগ এনে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।