আমাদের কথা খুঁজে নিন

   

নিজামীর আসল রূপ

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

আসুন দেখি আমাদের মতিউর রহমান নিজামি নিজের সম্পর্কে কি ভাবে? তার প্রোফাইল দেখি নাম-মতিউর রমান নিজামি সবাই যে নামে চেনে-মইত্তা রাজাকার প্রিয় বই -আমার আত্মজীবনী(গোলাম আযম) প্রিয় ব্যক্তি --ঙ্গোলাম আযম প্রিয় বন্ধু - আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রিয় কবিতা- বন্ধু মুজাহিদের লিখা কবিতা।

আপ্নাদের দেখান যাবে না। প্রিয় গান - পাক সার জমিন সাদ বাদ(পাকিস্তানের জাতীয় সংগীত) প্রিয় খাবার- মানুষের রক্ত শখ- মেয়দের ধরে নিয়ে যাওয়া যদি হারান দিনে ফিরে যেতে পারতাম-একাত্তের সেই দিন গুলোতে হাসি পায়-যখন দেখি মানুষ যুদ্ধাপরাধির বিচার চায়। আর আমি সবাইকে কাচ কলা দেখাই। আমার শত্রু-মুক্তিযোদ্ধা সপ্ন দেখি-মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করে ফেলা। ভবিষ্যতে যা হবার ইচ্ছা-বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার বন্ধুরা-সব রাজাকার সবচেয়ে বড় আফসোস-পাকিস্তানকে এক রাখতে না পারা।

সুখকর স্মৃতি-যখন এ দেশের মন্ত্রি হয়েছিলাম। ভবিষ্যৎতে যা করার ইচ্ছা-দেশকে পাকিস্তান বানান। ভাল লাগে-পাকিস্তান সেনাবাহিনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।