আমাদের কথা খুঁজে নিন

   

নিজামীর মুক্তিঃ এর ভবিষ্যৎ কি ?

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

আজ জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ২ মাসের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছে। এটি জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক। নিজামী একজন সর্বজনস্বীকৃত রাজাকার। তাকে কোন যুদ্ধাপরাধের জন্য আটক করা হয়নি, গ্যাটকো দূর্নীতি মামলায় আসামী দেখিয়ে গ্রেফতার করা হয়েছিল।

২ মাস যেতে না যেতেই তাকে ছেড়ে দেয়া হল। আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যাশা করছি, তাদের জন্য নিজামীর এই মুক্তি অত্যন্ত বেদনাদায়ক। কারণ যদিও সে যুদ্ধাপরাধের কারণে আটক হয়নি(যেটা হওয়া উচিৎ ছিল), তারপরও কারাগারে থাকার কারণে মন্দের ভাল হিসেবেই ছিল ব্যাপারটা। কিন্তু এখন তার এই সাময়িক মুক্তির কারণে পরিস্থিতি কোনদিকে গিয়ে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়। শেখ হাসিনাকে ২ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছিল, শোনা যাচ্ছে সেই সময় আরো বাড়ানো হবে।

সে পদান্ক অনুসরণ করে যে নিজামীর জামিনের সময়সীমাও বাড়ানো হবেনা, তার নিশ্চয়তা কি? তার এই মুক্তির ফলে জামায়াত গোষ্ঠী সম্ভবত আরো শক্তিশালী হয়ে উঠবে, মুক্তিযু্দ্ধবিরোধী কর্মকান্ড তাদের আরো বেড়ে যেতে পারে এই মুক্তির ফলে। আজ শুনলাম নিজামী নাকি আমাদের মইন সউ আহমেদ সাহেবের আত্মীয়। এই খবর যদি সত্যি হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে নিজামীকে আদৌ আর কারাগারে ফিরিয়ে আনা হবে কিনা, জাতি হিসেবে এই আশংকা আমাদের থেকেই যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।