আমাদের কথা খুঁজে নিন

   

নিজামীর অনুপস্থিতিতেই সময় পেছাল ১২ দিন

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলার আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর অনুপস্থিতির কারণে মামলার কার্যক্রম ১২দিন পেছানো হয়েছে। আগামী ১৯ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। গতকাল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ঢাকায় মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার দিন ধার্য থাকায় তাকে (নিজামী) চট্টগ্রামে আনা হয়নি।

গতকাল চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মুজিবুর রহমানের আদালতে এ মামলা পরিচালনা হয়।

একইদিন আদালতে জামিনের আবেদন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চট্টগ্রাম মহানগর পিপি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকায় আরেকটি মামলার শুনানি চলমান থাকায় মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ জন্য ১৯ নভেম্বর আদালত নিজামীকে পরীক্ষা করার সময় পুনর্নির্ধারণ করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ইতোমধ্যে জামিনে ও হাজতে থাকা ৩৫ আসামির ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা (এঙ্ামিনেশন) সম্পন্ন হয়েছে। চারজন আসামি আদালতে তাদের বক্তব্যও উপস্থাপন করেছেন।

গতকাল লুৎফুজ্জামান বাবরসহ হাজতে থাকা ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।

 

এছাড়া দশ ট্রাক অস্ত্র মামলার শুনানি উপলক্ষে গতকাল আদালত জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।