এই সরকার শুরু থেকেই জামাত তোষণ করে আসছে । এটা ক্রমশ প্রকাশ্য হয়ে এসেছিল আর দেশব্যাপী জামাতের নেতাদের দুর্নিতির বিচারের দাবী ধামাচাপা দেওয়া অসম্ভব হয়ে পড়ছিল । এই প্রেক্ষিতেই রাজাকার নিজামীকে সরকার গ্রেফতার করতে বাধ্য হয় । সেই গ্রেফতার নিয়েও কত নাটক । যেখানে হাসিনা/খালেদার গ্রেফতার হলে কোনো নেতা কর্মীর খোজ থাকে না সেখানে নিজামীকে লাল গালিচা সম্বর্ধনার আদলে গ্রেফতার করা হল ।
এখন নিজামীর কারাবাস যখন একটি স্থায়ী রূপ পেতে যাচ্ছিল, তখনই যেন সরকারে কোনো যাদুর কাঠির ছোয়া লেগে সব পাল্টে গেল । আজকে শেখ হাসিনা এবং আওয়ামী নেতা কর্মীরা খুশি । কাল/পরশু হয়ত বি এন পি র ও খুশির খবর আসবে । আর এরপর নিশ্চয় জামাতিরাও সারংবরে তাদের জেল খাটা ত্যাগী নেতাকে বরণ করবে। হাসিনা-খালেদার এক বছর, তারেক-কোকোর রিমান্ডে জিজ্ঞাসাবাদ এর তুলনায় নিজামীর কারা(রাজ)ভোগ এর অবস্থা আমাকে কেবল আরেকবার মনে করিয়ে দিল এই সরকারে কিছু একটা বড্ড গড়বড় আছে ।
এই সাইটে যখন জামাতিদের আস্ফালন দেখি তখন বেশি করেই এগুলো চোখে লাগে । আসলে মনে হয় আর্মি না জামাতিরাই ক্ষমতায় । আসুন এই ষড়যন্ত্রকারীদের সবাই ধিক্কার জানাই আর আগে থেকেই সচেতন করি যেন নিজামীকে সহজে ছাড়া না হয়। নিজামীর তো এত তাড়াতাড়ি বিদেশের চিকিৎসার প্রয়োজন নাই - কি বলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।