ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
জল ভাঙে সুরের আঁধার
-আবু মকসুদ
খুলবে কী ঈষৎ সঙ্কোচ!
নীল স্রোতে ভাসান দেবো
কত জল অন্ধকারে ভাঙে সুর,
আমাদের হবে আবহ নির্মাণ।
আরো কিছু সুরের শূন্যতা সাজাই
পরিক্রমনীয় পৃথিবীর এক আলাভোলা
পিয়াসী চোখের সামনে সূর্য দেখে
বলে যাই, পরিত্রাণকথা
জীবনের খোঁজে হাঁটি,
সমান্তরালে হাঁটে উজ্জ্বল মুহুর্তমালা,
মৃত উপকথাগুলো বৃক্ষের ভালোবাসায়
বাজায় নূপুর।
মেঘের কথা বললে
জেগে উঠে বংশানুক্রমিক ক্ষিধে
হাড়ের সর্বনাশে ছুঁয়ালে ছন্দের ঝংকার
খাবারের আমিষ, সর্বাংশে তৃপ্তি দেয়।
যাপিতজীবন এক আশ্চর্য ওষুধি
অন্যের দৃশ্যপটে নিজেকে দেখলে
নিরুত্তাপ নক্ষত্রের ভিতরেও
পাওয়া যায় অফুরন্ত সুরের আভাস
আজীবনের অন্বেষায়
নীল স্রোতে ভাসান দেবো
শিয়রে রাখবো সম্পূর্ণ চাঁদ
নাচবো, আর নাচাবো আকাশ- বৃষ্টি মাদলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।