নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
ব্যাপারটা নিয়ে নানান কথা শুনেছি- পক্ষে বা বিপক্ষে। তবে কখনোই হিসেব করিনি আসলে তা কত? সুযোগটা অনাকাংখিত ভাবে মিলে গেল কয়েকদিন আগে জনৈক রিকশাওয়ালার বক্তব্য শুনে।
স্যার একটা লোন নিছি। কোল্থেকে? গ্রামীন ব্যাংক। ইন্টারেস্ট রেট কত? বেচারা থতমত খেয়ে বলল- তা...১০ হাজার টাকা লোন, ৪০০ টাকা করে ৪০ সপ্তাহ দিলে শোধ হয়া যাবেনে।
আমি নিজেও বিভ্রান্ত হয়ে গেলাম সূদের হার নিয়ে। তা কেন লোন নিছ? একটা গাই গরু কিনতে চায় ছইলডা.....ইত্যাদি ইত্যাদি।
অফিসে এসে হুড়মুড় করে এক্সেল শিট খুললাম।
সূদের হার= ক%/৫২
লোন= ট ১০,০০০
কিস্তি সংখ্যা=৪০
কিস্তি= ট৪০০
পরিশোধের সময়=০ (মাসের শেষে ধরলাম)
ক=?
পরিস্কার উত্তর পাওয়া গেল: ১৩১
অর্থাৎ, ১৩১%। হ্যাঁ এটাই গ্রামীন ব্যাংকের সূদের হার।
আপনাদের বিশ্বাস হোক বা না হোক।
যারা এখনো সন্দেহ পোষন করছেন, তারা এম এস এক্সেল খুলে PMT Formula য় টেস্ট করে দেখতে পারেন।
ড. ইউনুছ ব্লগে থাকলে আওয়াজ দিয়েন। এ রকম কসাইপনা নিয়ে আর কিছু লিখতে মন চাইছেনা। আপনারা লেখেন.....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।