আমাদের কথা খুঁজে নিন

   

ভার্সিটির ক্লাস শুরুর অপেক্ষায় থাকা এক অলসের একদিন



এক দেশে ছিল এক অলস। সকালে অলসটার আম্মুর ডাক ঘুম ভাঙ্গাতে চেষ্টা করে তার। আম্মুর সাথে সূর্যি মামাও তাকে ওঠাবার ষড়যন্ত্রে যোগ দেয়। কিন্তু অলস বলে কথা,এত সহজ়ে কি আর ঘুম ভাঙতে চায়!!!তবুও সূর্যি মামার ষড়যন্ত্র তার কাছে পাত্তা না পেলেও আম্মুর অধ্যবসায় এর কাছে হার তাকে মানতেই হয়। ঘুম তার ভাঙে কিন্তু বিছানার মায়া কাটাতে কাটাতে বাসার সবাই রওনা দেয় যার যার কর্মস্থলে।

পুরো বাসা থাকে খালি। হেলতে দুলতে হাত মুখ ধোয় অলসটা। আম্মুর রেখে যাওয়া নাস্তা ঠান্ডা অবস্থাতেই খেয়ে নেয়। দুপুর পর্যন্ত বাসার পাহারাদার সে। একটা গল্পের বই নিয়ে বিছানায় আবার গা এলিয়ে দেয়।

দুপুর পর্যন্ত সময়টা যেন আর কাটতেই চায় না তার। অবশেষে বেলা বারটা নাগাদ অলসটার আম্মু তার ছোট বোনটাকে নিয়ে স্কুল থেকে ফেরে। এইবার অলসটা গা ঝাড়া দিয়ে ওঠে। ছোট বোনটাকে নিয়ে খেলতে লেগে যায়। খেলতে খেলতেই দুপুরের খাওয়ার ডাক পরে।

দুপুরের খাওয়াটা সেরেই আবার এলিয়ে পরে বিছানায়। এইবার ভাত ঘুমটা দিয়ে নিবে সে। বিকালের দিকে আম্মুর ডাকাডাকিতেই আবার ঘুম ভেঙে যায় তার। সন্ধ্যা পর্যন্ত কাটে দিনের খব্রের কাগজ পড়ে। সন্ধ্যায় আম্মুর চাপাচাপিতে তার ছোট বোনটাকে পড়াতে বসতে হয়।

দুই বোনই ফাঁকিবাজ। কোনোরকমে পড়া শেষ করে। এইবার শুরু হয় অলসটার বকা খাওয়ার পালা। সারাদিন জ়ূড়ে তার আলসেমির ফিরিস্তি দিয়ে শুরু হ্য় বকা দেওয়ার পালা। প্রথমে অলসের আম্মু তারপর তার বড় বোন একে একে বকা দিয়ে যায়।

অলসটা চুপচাপ শুনে যায়। তার মন খারাপ হয় কিনা বোঝা যায় না। রাত বাড়ে। আবার ঘুমের দেশে পাড়ি জমায় অলসটা। আরেকটা দিন তার জন্য অপেক্ষা করে রাতের ওপারে...........................।

পুনশ্চঃ অলসটার আম্মু,আপু আর বাকি সবাই কিন্তু অলসটাকে পচ্ছন্দ করে। পচ্ছন্দ করেনা শুধু তার আলসেমিটাই!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.