আমাদের কথা খুঁজে নিন

   

ভার্সিটির শেয়ার

মোঃ রাইসুল করিম রিয়াদ কেন জানি ব্যাপার গুলো আমার সাথেই ঘটে । অবশ্য ঘন ঘন জার্নিও এর একটা কারন হতে পারে । আজকের ঘটনার মঞ্চ পাবলিক বাস । উত্তরা থেকে বনানী যাওয়ার পথে আমার পাশে বসা ভদ্রলোক ফোনে কাউকে খুব উৎসাহে ভার্সিটি ভর্তির ইনফরমেশন দিচ্ছে । তার ভাষায় “আরে গতকাল রাত বারোটায় তো নর্থ সাউথ নাইমা গেছে ৬ এ, ঢাকা ভার্সিটি ১ এ, বুয়েট ২ এ” ইত্যাদি ইত্যাদি ।

তার কথায় আমার খুব আগ্রহ দেখালাম । সে ফোন রা্খার পর আমি তাকে খুব উৎসাহে প্রশ্ন করলাম , “আচ্ছা ভাই, ভার্সিটি গুলো কি শেয়ার মার্কেটে আসছে মানে শেয়ার ছাড়ছে । ফেইস ভ্যালু ১০ না ১০০ । দেশের এই খারাপ মুহুর্তে আবার শেয়ার ছাড়লো ভার্সিটি গুলো !!!” । লোকটা অপ্রস্তুত হয়ে বললো,“কেন কেন ? আমি তা বলছি নাকি ?” ।

আমি বললাম, “না মানে আপনি যে ভাবে বললেন যে, অমুক ভার্সিটি গতকাল নামছে, তমুক ভার্সিটি উঠসে । আপনার কথায় তো মনে হইলো এইগুলো দৈনিক উঠা নামা করে । তাই ভাবলাম হয়তো শেয়ার ছাড়ছে যে শেয়ারের দাম উঠা নামা করছে । ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.