আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক ভার্সিটির ছাত্রদের কে বলছি..or..''পাবলিক ভার্সিটির ছাত্ররাজনীতিকদের বলছি

মুড়ি খান.......................

রাত ৮ টার দিকে আমি একটি পোস্ট দিয়েছিলাম যার শিরোনাম ছিল "পাবলিক ভার্সিটির ছাত্রদের কে বলছি.." কয়েক জন মন্তব্য করেছেন যে আমি যেন পাবলিক ভার্সিটির ছাত্রদের কে না বলে ''পাবলিক ভার্সিটির ছাত্ররাজনীতিকদের বলি আচ্ছা তার আগে বিডি নিউজের খবর গুলো একটু দেখুন......... দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র ফারুক রেজা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টা ৫০ মিনিটে ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন ছেড়ে দেওয়ার পরপরই মামুন স্টেশনের উপরে ওভার ব্রিজ থেকে ট্রেনের ছাদে লাফ দিয়ে নামার চেষ্টা করে। কিন্তু চলন্ত ট্রেনে লাফিয়ে নামার পর ভারসাম্য রাখতে না পারায় সে দুই বগির মাঝে পড়ে যায়।" -bd news 24 দুর্ঘটনার পর ট্রেনের আরোহী প্রায় দুই থেকে আড়াই হাজার ছাত্র নেমে পড়ে ষোলশহর রেল স্টেশনের সামনের রাস্তা এবং ২ নং গেট এলাকার রাস্তা অবরোধ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় ছাত্ররা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় তারা স্টেশন এবং রাস্তায় রিকশাসহ বেশ কিছু গাড়ি ভাংচুর করে। সড়ক ও স্টেশন প্লাটফর্মে কাগজে আগুন ধরিয়ে দেয়। আগুনে স্টেশনের অনেক প্রয়োজনীয় কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর ট্রেনের চালক, স্টেশন মাস্টারসহ অন্যান্য রেলওয়ে কর্মীরা পালিয়ে যায়। -bd news 24 এবার আমাকে বলুন এই ২০০০ হাজার জন নিশ্চয়ই রাজনীতিবিদ নয় এরা আমাদের মতই ছাত্র............... আমি এমন কয়েক জনকে চিনি যারা ভাংচুর এ ওস্তাদ কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। প্রশ্ন করলে বলে আরে দোস্ত ভাংচুর করতে যে কি মজা না করলে বুঝবানা........তবে প্রধানত রাজনীতিকরাই ছাত্রদের উস্কে দেয়.....কিন্তু ছাত্রদের ও ভাল মন্দ বিচার ক্ষমতা থাকা উচিৎ তাদের বোঝা উচিৎ এই সকল ধংসাত্মক কাজ দেশর এই নাজুক পরিস্থতিকে আরো নাজুক করে তুলবে........ আমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে অধ্যায়নরত ছাত্রদের কাছ থেকে আমরা এরকম ধংসাত্মকমূলক কাজ কখনোই আশা করি না.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.