সম্প্রতি সুইডেনের গবেসম্প্রতি সুইডেনের গবেষকরা জানিয়েছেন যে, রোবটকে নিজস্ব ভাবে চলার সুযোগ দিলেই তারা শিকার করতে, অন্যের সঙ্গে যোগাযোগ করতে এমনকি অন্যকে সাহায্যও করতে পারে। খবর সি-নেট এর। ষকরা জানিয়েছেন যে, রোবটকে নিজস্ব ভাবে চলার সুযোগ দিলেই তারা শিকার করতে, অন্যের সঙ্গে যোগাযোগ করতে এমনকি অন্যকে সাহায্যও করতে পারে। খবর সি-নেট এর।
উল্লেখ্য, রোট সংক্রান্ত এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘প্লস বায়োলজি’ সাময়িকীতে।
এদিকে গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সরল ও ছোট চাকা বিশিষ্ট ‘খেপেরা’ ও ‘এলিস’ রোবট পরস্পরের আচরণ বুঝতে পারে। এতে তারা সংঘর্ষ এড়িয়ে চলতে পারে। এই রোবটগুলি নিয়ন্ত্রণ করা হয় মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে; যা ক্রমাগত চলতে থাকে।
এতে তথ্য ঢোকানো হয় রোবটের সেন্সর ব্যবহার করে। এ পদ্ধতিটি প্রাকৃতিক ভাবে চিন্তা করার পদ্ধতির মতোই।
আর এর ফলেই মানুষের মতো বিচারবুদ্ধির নতুন প্রজন্মের রোবট তৈরি হতে পারে বলেই গবেষকরা জানিয়েছেন।
জানা গেছে, এই রোবট এমনকি সংঘর্ষ এড়িয়ে কোনো ধাঁধাঁপূর্ণ পথও পাড়ি দিতে পারবে।
যেখান থেকে সংগৃহীত :http://tech.bdnews24.com/details.php?shownewsid=492
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।