আমাদের কথা খুঁজে নিন

   

মৌলভীবাজার জেলার পুরাকীর্তিগুলো

রঙ্গিলা বন্ধুরে....... i_mahmud2008@yahoo.com

মৌলভীবাজার জেলার পুরাকীর্তিগুলো কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার থেকে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষন ও সংস্কারের অভাবে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে মৌলভীবাজার জেলার পূরাকীর্তি ও ঐতিহাসিক স্থানগুলো। ইতোমধ্যে এসব পুরকীর্তির কোনটি আংশিক এবং কোনটি পুরোপুরি ধ্বংসের মুখে এসে দাড়িয়েছে। অধিকাংশ ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তি যথাযথ রক্ষনাবেক্ষনের অভাবে এসব পুরাতীর্তির নামফলক বা সংক্ষিপ্ত পরিচয় উধাও হয়ে গেছে অনেককাল আগেই। ফলে গবেষক এবং পর্যটকরা এসব পুরাকীর্তি ও ঐতিহাসিক নিদর্শণ সমূহের সঠিক ইতিহাস জানতে পারছেন না। এতে চরম অসুবিধার সন্মুখীন হচ্ছেন গবেষকরা।

ফলে ক্রমশ লোপ পাচ্ছে পুরাকীর্তির ঐতিহাসিক গুরুত্ব। দেশ-বিদেশের পর্যটকরা ওইসব স্থানে এসে শুধু চোখের দেখা দেখে যাচ্ছেন। বঞ্চিত হচ্ছেন ইতিহাস-ঐতিহ্য জানা থেকে। কোন তথ্য বা ধারনা তারা পাচ্ছেন না। কোন কোন স্থানে নাম সর্বস্ব সাইনবোর্ড ঝুলিয়েই কর্তৃপক্ষ দায়িত্ব শেষ করেছে।

এছাড়া অনেক পূরকীর্তি ধ্বংস এবং চুরি হয়ে যাচ্ছে। কোন কোনটি আবার দখলে নিয়েছে প্রভাবশালী মহল। মৌলভীবাজার সদর মৌলভীবাজার সদর উপজেলার যেসব পুরাকীর্তি, প্রাচীন ও ঐতিহাসিক স্থান এখন প্রায় বিলুপ্তির পথে সেগুলো হচ্ছে-ঘয়ঘরের খোজার মসজিদ, তৎসংলগ্ন দীঘি, গড়, দুর্গ ও বিবির মাজার, জগৎসী শ্রীশ্রী দোলগোবিন্দ জিউর আখড়া, দরগা মহল্লায় হযরত শাহজালাল (রঃ)’র সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) এর মাজার ও তৎসংলগ্ন প্রাচীন মসজিদ, পুকুরসহ আরও ৪-৫টি মাজার, হিলালপুরে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ হিলাল (রঃ) এর মাজার, গায়েবনগর হযরত শাহ গায়েব (রঃ) এর মাজার, কামালপুর হযরত শাহ কামাল (রঃ) এর মাজার, বেকামুড়া হযরত শাহ দরংগ (রঃ) ও হযরত শাহ ফরংগ (রঃ) এর মাজার, ঘোড়াখালে হযরত হাজী আহমেদ ওরফে হাজী রসুল (রঃ)-এর মাজার, মনু নদীর তীরে অবস্থিত ব্রিটিশ আমলের জাহাজঘাট, মনুমুখ পাটবন্দর, কামরূপ রাজ ভগদত্তের উপ-রাজধানী দিনারপুর ভগ্নাবশেষ (কাগাবলা), শহরের আদালত এলাকার টাউন হল (সাবেক জিন্নাহ হল), পিটিআইয়ের ভূর্গর্ভস্থ ব্যাংকার যেখানে ১৯৭১ সালে পাক হানাদান বাহিনীর টর্চার সেল ও বধ্যভূমি, শাহবন্দর, উলু-আইলের পাল তোলা জাহাজের ভাসমান মাস্তুল, সৈয়ারপুরের প্রাচীন মন্দির। রাজনগর উপজেলা রাজনগর উপজেলার উত্তর ভাগে প্রায় দুই শতাধিক বছরের পুরনো শ্রী চক্রবর্তীর বাড়ির মন্দির ও বিগ্রহ, শতাধিক বছরের প্রাচীন উত্তরভাগ উপস্বাস্থ্য কেন্দ্র, একই এলাকায় সিংহবাড়ীর শতাধিক বছরের প্রাচীন শিব মন্দির এবং ৩৬০ আউলিয়ার অন্যতম আউলিয়া হযরত বড় মালিক (রঃ) এর মাজার, কদমহাটা পুরান জামে মসজিদ ও ৩০৬ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ রুকন উদ্দিন (রঃ)’র মাজার, আব্দুল্লাহপুর হযরত হেলিম উদ্দিন কোরেশী (রঃ)’র মাজার, লামুয়া প্রখ্যাত সূফীসাধক হযরত ইছাক (রঃ)’র মাজার, কদমহাটা কালীবাড়ী, টেংরাবাজার হযরত সর্দার শাহ (রঃ)’র মাজার, কমলা রানীর দীঘি ও তৎসংলগ্ন রাজা সুবিদ নারায়নের রাজ পরিবারবর্গের সমাধিস্থল, তারাপাশা শতাব্দী প্রাচীন বিষ্ণুপদ ধাম, মনসুরনগর দেওয়ান বাড়ির বাংলাঘর ও তৎসংলগ্ন দীঘি, চৌধুরীবাজারের প্রাচীন মন্দির, টেংরা দেওয়ান বাড়ির দীঘি, পাঁচগাঁও বাংলা সংবাদপত্রের আদিপুরুষ গৌরি শংকর ভট্টাচার্য’র বাড়ি, ঐতিহাসিক কালো ঝম ঝম ও জাহান কোষা কামানের নির্মাতা জনার্দন কর্মকারের বাড়ি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী বিপ্লবী নারী লীলা নাগের বাড়ী, একই এলাকায শান্তিময় দাসের বাড়িতে প্রাচীন শ্রীশ্রী দূর্গা পূজামন্ডপ, রাজা সুবিদ নারায়ণের রাজবাড়ী, হযরত শাহ কুতুবউদ্দিন (রঃ) এর মাজার, ১৯৭১ সালে শহীদদের গণকবর, জামাল খাঁর দীঘি, কামলা খাঁর দীঘি, কামার চাক দেওয়ান বাড়ির বাংলা ঘর ও তৎসংলগ্ন প্রাচীন জামে মসজিদ, রাজনগর সদরে পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের পাশে কোদালী দীঘি। কুলাউড়া উপজেলা কুলাউড়া উপজেলায় বৃটিশ বিরোধী আন্দোলনের তীর্থস্থান রঙ্গিরকুল আশ্রম (বর্তমানে ইসকন মন্দির), ভাটেরা টিলার প্রাচীন তাম্রফলক, আসামের ইষ্টার্ন গেট নামে পরিচিত কুলাউড়া রেলওয়ে জংশন, নন্দনগরের সতীদাহ মন্দির, ইরানের শাহান শাহ (রঃ)’র মাজার, পৃথিমপাশা নবাব বাড়ী ও তৎসংলগ্ন হযরত শাহ ডিঙ্গি (রঃ) এর মাজার, কাউকাপন হযরত হামিদ ফারুকী (রঃ) এর মাজার, শরীফপুর হযরত হাজী পলি (রঃ) এর মাজার, হাজীপুর হযরত হেলীম উদ্দিন নূর নালী (রঃ) এর মাজার, টিলাগাঁও এর শ্রীশ্রী জগবন্ধু জিউর আশ্রম।

জুড়ী উপজেলা জুড়ী উপজেলায় বেকাতুরা হযরত গরিব খাকী (রঃ) এর মাজার, দক্ষিন ভাগ হযরত ইরানী (রঃ) পীর সাহেবের মাজার, ইরানের শাহানশাহ রেজা শাহ পাহলভীর আগমন উপলক্ষে লংলা রেলস্টেশনে নির্মিত সুরম্য তোরণ, বৃটিশ আমলের জুড়ী রেলস্টেশন । বড়লেখা উপজেলা বড়লেখা উপজেলায় পাথারিয়া হযরত সৈয়দ ইয়াকুব (রঃ)’র মাজার, চান্দরপুর হযরত দরিয়া পীর (রঃ)’র মাজার, শাহাবাজপুর মোঘল আমলের সালেগড় দুর্গ, মাধবকুন্ড ও তৎসংলগ্ন প্রাচীন শিব মন্দির। শ্রীমঙ্গল উপজেলা শ্রীমঙ্গল উপজেলার ৪শ’ বছরের পুরনো শ্রী শ্রী নির্মাই শিববাড়ী, যাদের নামে শ্রীমঙ্গল সেই দুই ভাই ‘শ্রী চন্ডি’ এবং ‘মঙ্গল চন্ডি’র প্রাচীণ মন্দির, ব্রিটিশ আমলের রেল স্টেশন (ইতোমধ্যে এ স্টেশনটির পুরানো অবকাঠামো ভেঙ্গে সে স্থানে নতুন ভবন নির্মিত হয়েছে), কালাপুরের শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দের মন্দির, কালাপুর প্রাচীন তাম্রফলক, বিলাস নদীর লঞ্চঘাট, মতিগঞ্জ এলাকায় অবস্থিত পুরাতন থানা, শতাধিক বছরের প্রাচীন দশরথ উপস্বাস্থ্য কেন্দ্র। কমলগঞ্জ উপজেলা কমলগঞ্জ উপজেলায় মাধবপুর লেক, শমশেরনগর বৃটিশ নির্মিত বিমানবন্দর ও তৎসংলগ্ন ১৯৭১ সালে গণহত্যার বধ্যভূমি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি সৌধ, লাউয়াছড়া ন্যাশনাল পার্কের প্রাচীন দূর্লভ ক্লোরেফর্ম বৃক্ষ, পতনউষার দুর্গের ধ্বংসস্তুপ, ইরানের শাহানশাহ রেজাশাহ পাহলভীর আগমন উপলক্ষে শমশেরনগর রেলষ্টেশন নির্মিত সুরম্য তোরণ, একই এলাকার ভাদাইর দেউল হযরত শাহ কালা (রঃ), হযরত মফিজ শাহ (রঃ) ও হযরত গাজী মালিক (রঃ) এর মাজারসহ মোগল, নবাবী, বৃটিশ ও পাকিস্থান আমলে নির্মিত বিভিন্ন পুরাকীর্তি। এসব পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থান ধীরে ধীরে সংস্কারের অভাব, অযতœ আর অবহেলায় নিশ্চিহ্ন হতে চলছে।

এগুলো সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেই কারো। সরকারি ও বেসরকারি কোন মহলই এ ব্যাপারে আন্তরিক নয়। জেলাবাসী এসব ঐতিহাসিক স্থান ও পুরাকীর্তি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ইসমাইল মাহমুদ মৌলভীবাজার ০১৭১৫১৭১৯৫০ ০১১৯৬১২৮৫১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.