আমাদের কথা খুঁজে নিন

   

আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়

পরে লিখব.. কিছু মাথায় আসছে না এখন

আমার রুমের পাশে যে জানালাটা আছে, সেটা আমার খুব প্রিয়। সকালের রোদ, রাতের জোছনা সবই সে এনে দেয় আমার কাছে সে। মহিনের ঘোড়াগুলির আমার দক্ষিণ খোলা জানালা গানটা ছেড়ে রেখে কতটা সময় যে সেই জানালাটার সামনে পার করেছি মনে নেই। অঞ্জনেরও কম বেশি জানালাপ্রীতি আছে। অবশ্য কোলকাতায় লোকে জানালা না বলে জানলা বলতেই বেশি পছন্দ করে বোধহয়।

আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়... উহু, ভুল বললাম কাব্য করতে গিয়ে, আমার জানালা দিয়ে অনেক বেশি আকাশ দেখা যায়। অবশ্য ইদানিং আকাশের চেয়ে ট্রাফিক জ্যামই বেশি দেখা যায়। -- আমার জানালা প্রীতির কোন কারণ কি আছে? - - ওপাশে কি কোন রাজপুত্তুর কফি কাপ হাতে দাঁড়িয়ে থাকে তোমার জন্য? -- না রে ভাই, ফেসবুক/মোবাইল ফোনের যুগ না এখন? - তো? তুমি কার জন্য দাঁড়িয়ে থাক? -- উমম, জানি না তো! - হিন্দি সিরিয়াল দেখ? -- হুম, তবে কাঁদি না। - চোরের মন পুলিশ পুলিশ। -- বলেছে তোমাকে।

(ভেংচি ) গতকাল রাতে পূর্ণিমা ছিল বোধহয়। হাট করে খুলে দিলাম সবগুলো জানালা। পর্দা খুলে ফেললাম। আম্মু বোধহয় বকবে, বকুক। ঠান্ডা হাওয়া আর জোছনা এক অদ্ভুত প্রশান্তি।

আর সেই কাব্যিকতার ফল? আজ সারাদিন হ্যাচ্চোহ...হ্যাচ্চোহ... করে বাসা মাথায় তুলেছি। আর আজ এখন আমাকে আবার সেই ভূতে পেয়েছে। যাই খুলে দেই আবারো ... সবকটা জানালা খুলে দাও না... অবশ্য এটা এই মুডের গান না, তাতে কি, আমি তো এক লাইন ই গাইবো ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।