আমাদের কথা খুঁজে নিন

   

আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

কতদিন যেন? একদম ভুলে গেছি। সেই যে আমি রান্না চুলায় বসিয়ে, চায়ের পানি গরম থেকে ঠাণ্ডা হতে দিয়ে আর মাঝরাতকে সন্ধ্যা ভেবে একটা কালো সোফায় ডুবে গিয়ে সামোহোয়ার নদীতে নাইতে যেতাম রোজ রোজ। ঠিকানা বদলে আরেক মহাদেশে উড়ে এলাম ঠিকানাবিহীন হয়ে।

ঘর নেই, চেনা জন নেই। নতুন জায়গার ঝক্কি সামলাও, তেল মসলার তিনবেলা তুলতুলে স্বাদ ভুলে রুটি চাবাও, নিয়ম করে দু'বেলা ডেরার খোঁজে বেরোও। হ্যাপা রে হ্যাপা। এগারো দিনের মাথায় থিতু হওয়া গেলো বটে, আগের সেই ব্লগাসক্তিও মাথায়-মনে জানান দিতে থাকলো বটে, সামুর সাথে প্রায় আগের মত ঝুলে পড়ার মওকাটা মিললোনা ঠিক। শীঘ্রি ফিরে আসতে চাচ্ছি প্রিয় চাতালে।

ভালো থেকো বন্ধুসকল। অনলাইন থেকে এতটুকু অনেক যন্ত্রণায় লিখে ফেলে রণে ভংগ দিলাম। দেখা হবে আবার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।