ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
কানাডাতে আসার তিন বছর হলো এ মাসে.....এইখানকার টেকি জিনিষ সবই মেড ইন চায়না (নন টেকি জিনিষও তাই...ফরাসীতে এরে বলে Fabriqué en Chine)...তবে জিনিষের গুণগত মান বেশ ভালোই...সাথে আছে ওয়ারেন্টি ও কাস্টোমার সার্ভিস...
প্রথম মানিব্যাগ হাল্কা হয় এসার ল্যাপটপ কিনে (৯০০$) acer aspire 5610z অনেকেই বলেছিল ভালো ব্রান্ড না...আজ ৩ বছর শেষেও বহুৎ আরামে ব্যবহার করছি.....ডিসপ্লেটা দূর্দান্ত ব্রাইট...সাথে আছে শক্তিশালী ওয়াই ফাই..
নেক্সট প্রজেক্ট ছিল ডিজিটাল ক্যামেরা..বাজেট কম তাই অল্প দামে পয়েন্ট এন্ড শুট খুজতেছিলাম..দূর্বলতা ছিল এই বিষয়ে সনি ব্র্যান্ডে....কিনলাম Sony Cyber Shot DSC-W50 (৩০০$)...এখনও খুবই ভালো ছবি তুলে যাচ্ছে....
এরপর আবার ল্যাপটপ (নিজের জন্য না...বৌয়ের জন্য! এক ল্যাপ নিয়া দুইজনের টানাটানি আর সহ্য হইতেছিলো না, তবে আমার সুবোধ, লক্ষী বৌ সেকেন্ড হ্যান্ডে আপত্তি করে নাই ) এক বাঙ্গালি স্টুডেন্ট এর কাছ থেকে নিলাম HP Compaq nx7400 (৬০০$)...আমারের এসারের মত এত ভালো না হলেও ব্যাটারির সমস্যা বাদে ভালোই চলছে (দুই ল্যাপিরই ব্যাটারি খুলে ড্রয়ারে ফেলে রেখেছি আজ মেলাদিন হলো)...
পরের প্রজেক্ট ছিল এমপি-থ্রি প্লেয়ার....সবাই দৌড়ায় আইপড...আমি কইলাম না! দাম বেশি...খোজ চললো..মাত্রই তখন বাজারে এসেছে স্যামসাংয়ের YP-P2 মডেলটা....টাচ স্ক্রিণ....৮ গিগা মেমরি...৩" স্ক্রিণ....ভিডিও চলে ভালো....রিস্ক নিয়ে কিনে ফেললাম...(২০০$)....২ বছর শেষেও একদম ভেজাল ছাড়া চলছে...
এরপর গাড়ী কিনার অর্থনৈতিক ধাক্কায় বড় বিরতি গেল (পুরা ৬০০০$)... কষ্টে-সৃষ্টে দিন কাটাই...এই ফাকে প্রয়োজনে নেওয়া লাগলো মোবাইল ফোন (দুটো লাইন).....এটা নিয়ে সেসময় একটা পোষ্ট দিয়েছিলাম বহুদিন পর মোবাইল নিলাম এটার অভিজ্ঞতা খুবই খারাপ...(আমাদের হারামির ফোনের মতই এদের রেট+সার্ভিস)...৩ বছরের চুক্তিতে আছি বলে কিছু করতেও পারছি না...একটা এলজি শাইন আর একটা মটোরলা রেজর ভি ৯...
সে সময় একই সাথে হুজুগে কিনে ফেলি একটা জিপিএসও...Garmin nüvi 255W (২৩০$)
এটা অবশ্যই ভালোই কাজ করছে....
আর কোন টেকি গেজেট কিনার মত আর পয়সা-টাকা নাই...শুধু গত ক্রিসমাস সেলে মোবাইল ফোনের জন্য একটা ব্ল-টুথ কিনছি (২২$) Jabra BT5020 ড্রাইভিং এ কথা বলার চেয়ে এটা আমার এখন বেশি কাজে লাগতাছে মোবাইল থেকে গান শুনার জন্য! কেউ টেরও পায়না আশে-পাশে
আর কোন গেজেট-ফেজেটের দিকে নাই...শুধু একটা এসএলআরের দিকে চোখ আছে....এই বিষয়ে একখান পোষ্ট দেবার আশা রেখে এই পোষ্ট থেকে বিদায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।