আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণভিক্ষার আবেদন নিয়ে ধূম্রজাল: দাবী প্রাণ ভিক্ষা চাননি কেউই: পরাজিতেরও কিছু ইতিহাস থাক

মগ্নতা ছাড়া
প্রাণভিক্ষার আবেদন নিয়ে ধূম্রজাল স্টাফ রিপোর্টার আমার দেশ থিকা নেওয়া প্রাণভিক্ষার আবেদন করেননি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশীদ খান। তার মেয়ে জানান, বাবা প্রাণভিক্ষার আবেদন জানাবেন না। এদিকে গতকাল লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে প্রচার করা হলেও পরিবারের সদস্যরা জানান, তিনিও প্রাণভিক্ষার আবেদন করেননি। পরিবারের একটি সূত্র জানায়, সৈয়দ ফারুক রহমান তাদের জানিয়েছেন রিভিউ পিটিশন খারিজ হলেও তিনি প্রাণভিক্ষার আবেদন জানাবেন না। রিভিউ পিটিশন দায়েরের আগেই মেজর (অব.) বজলুল হুদা, মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন ল্যান্সার ও কর্নেল (অব.) মহিউদ্দিন আহমদ আর্টিলারি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে জানায় কারা কর্তৃপক্ষ।

তবে তাদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং পরিবার জানিয়েছেন প্রাণভিক্ষার আবেদনের যে প্রচারণা চালানো হয়েছে তা সঠিক নয়। ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আইন অনুযায়ী প্রাণভিক্ষার আবেদন করা হয় রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর। রিভিউ পিটিশনের আগে প্রাণভিক্ষার আবেদনের আইনগত কোনো ভিত্তি নেই। তিনি বলেন, কনডেম সেলে মৃত্যুর প্রহর যারা গুনছেন তাদের কাছ থেকে চাইলে সবকিছুই আদায় করা যায়। রিভিউ আবেদন খারিজ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন, রিভিউ হচ্ছে আদালতের শেষ ও চূড়ান্ত প্রক্রিয়া।

রিভিউর রায় কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছার দিন হতে পরবর্তী ২১ থেকে ২৮ দিনের মধ্যে তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সরকার তার আগেই ফাঁসি কার্যকর করার মাধ্যমে আরেকটি হত্যাকাণ্ড ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।