থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
[বিস্তারিত]
সাতখুন মামলার আসামীদের খালাস পাওয়ার ঘটনা এককালে এই দেশে ঘটেছিল, সেটা ছিল আওয়ামী লীগ আমল। এর পরে আমাদের দয়াশীল রাষ্ট্রুপতিগণ অনেক খুনিদের মার্জনা করেছেন।
অতি সম্প্রতি নাটোরের একটি হত্যা মামলায় একসাথে কুড়ি জনকে মার্জনা করা হয়েছে। আমাদের বর্তমান 'দয়াশীল' রাষ্ট্রপতি এই মার্জনা করেছেন।
এইবারে যিনি মার্জনা চেয়েছেন, তিনি লক্ষীপুরের বিখ্যাত গডফাদার নতুন নির্বাচিত পৌর মেয়র আবু তাহেরের ছেলে। খুনি বাবাকে সাহায্য করতে পলাতক অবস্থা থেকে ফিরেছেন এই খুনি পুত্র।
দেশে যদি আইনের শাসন বলে কিছু থেকে থাকে, তা হলে এই খুনিটি যে মামলায় দোষী সাব্যস্ত হয়েছে, সেই মামলায় রায় অনুযায়ী আইনকে তার নিজস্ব পথে চলতে বাধা দেওয়ার কোন অধিকার আমাদের কোমল প্রাণ রাষ্ট্রপতির নেই।
ন্যায় বিচারের স্বার্থেই আদালতের রায় কার্যকর করতে হবে। না হলে শান্তশিষ্ঠ জনগণ ক্ষেপে উঠবে এইবারে।
অনেক হয়েছে, এবারে থামুন -- নৈরাজ্য বন্ধ করুন, দেশে শান্তি বজায় থাকতে দিন দয়া করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।