তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে
আশরাফুলের মুর্তি বানাইয়া পূঁজা করতে চাই
যার ব্যাটিং দেখে বাঘা বাঘা বোলাররা উহ-আহ করেন, যার প্রশংসায় পঞ্চমুখ সারা বিশ্বের ক্রিকেট বোদ্ধা তিনি আর কেউ নন আমাদের সবেধন নীলমনি “মোহাম্মদ আশরাফুল”। উনি যখন ব্যাট করেন তখন ওনার ব্যাট থেকে স্ট্রোকের ফুলঝুরি ছোটে। হাজারো দর্শক গ্যালারী মাতায়। উট-পাল শূভ্র পাতার পর পাতা স্তুতি বন্দনায় বিভোর হয়। আর সেই আনন্দে আমাদের আশার ফুল আশরাফুল বেমালুম ভুলে যান উনি ক্রিকেটার।
একের পর এক ম্যাচ যায় আর উনি নির্বোধের মত শট খেলে আউট হয়ে যান সেই সময় যখন দল চরম বিপর্যয়ে। দল সহ ১৬ কোটি মানুষ চেয়ে থাকে তার দিকে এই আশায় যে যাক ক্রিজে আশরাফুল আছেন কিছু একটা হবে। কিন্তু সেই কিছু একটা আর হয়না। ম্যাচের পর ম্যাচ যায় কিন্তু ওনার অভিজ্ঞতা আর সমৃদ্ধ হয় না। দলকে বিপদে রেখে উনি মাথা নত করে প্যাভেলিয়নে ফেরেন।
এবং এই কাজটা ওনি দিনের পর দিন খুব নিষ্ঠার সাথেই করে যাচ্ছেন। এমন নিষ্ঠাবান একজন খেলোয়াড় পেয়ে আমরা ধন্য। তাই আমি ওনার মুর্তি বানিয়ে পূঁজা করতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।