সবাইকে স্বাগতম
কালকে ব্লগে একটা পোষ্টে কমেন্ট করতে গেছি তখন দেখি পোষ্টিট সরিয়ে ফেলা হয়েছে। আমার এ লেখা মূলত এই পোষ্টের বিষয় নিয়ে।
ব্লগে সেইফ হইছি আজ তিনদিন। লেখালেখির তেমন অভ্যাস না থাকায় ও কাজের চাপে লেখার জন্য তেমন সময় না পাওয়ায় লেখা হয়ে উঠেনা। বলতে পারেন ভয়ে লেখিনা।
ব্লগে এত এত ভাল লেখকের ভীড়ে আমার মনে হয় আমার লেখাটা বেমােতেছি আজ এক বৎসর যাবৎ। তখন থেকেই সামহোয়্যারইন ব্লগকে ভালবেসে ফেলেছি। শত ব্যস্ততার মাঝে একবার হলেও ব্লগে ঢুকি। ভাললাগে ব্লগে যুক্তির পেছনে যুক্তি। জানা যায় খবরের পেছনের খবর।
তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখা, গল্প-কবিতাসহ সব কিছুই জানা যায়, পড়া যায় ব্লগে।
ব্লগারদের মধ্যে অনেক ব্লগারই আছেন যারা আমার অসম্ভব রকম প্রিয়। তাদের ব্লগিংয়ের মাধ্যমে অনেক অজানাকে জানতে পেরেছি তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
বিশেষ করে নাফিস ইকবাল ভাইয়ের নড এন্টিভাইরাস এর পোষ্টের উপকারতো প্রতিদিনই ভোগ করতেছি।
এভাবে বলতে গেলে অনেকের কথাই বলতে হবে।
সেটা এখন বলতে চাচ্ছিনা যে কথা বলার জন্য এ লেখা সে লেখা থেকে এমনিতেই মনে হয় আমি একটু দূরে এসে গেছি।
যা হোক যা বলতে চাচ্ছিলাম, আমার সামহোয়্যারইন ব্লগের প্রথম দিন থেকেই দেখতেছি আস্তিক-নাস্তিকের বিতর্ক ছাড়া আরেকটি বিষয় ব্লগের নিয়মিত ক্যাচাল, সেটা হলো ভারত-পাকিস্তান প্রেমিদের ক্যাচাল।
যা আমারমত অনেক পাঠকের মনে তীব্র ঘৃণার এবং হতাশার জন্মদেয়।
আমরা একটা স্বাধীন জাতি। আমাদের নিজস্ব একটা ইতিহাস - ঐতিহ্য আছে, গৌরব আছে।
আমরা কেন অন্যের পদলেহন করব। আমাদের কেন হয় পাকিস্তানপন্থি হতে হবে না হয় ভারতপন্থি হতে হবে।
আমরা বাঙ্গালী আমরা বাংলাদেশী । দীর্ঘ নয় মাস যুদ্ধের পর অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীন আমার এই দেশ বাংলাদেশ। আমার লাখ ভাইয়ের রক্তে, বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশ।
এই দেশের সম্মান আমার সম্মান। এই দেশের অপমান আমার অপমান। বিশ্বের বুকে আমি আমার দেশের সম্মান নিয়ে মাথা উচুঁ করে দাড়াব।
কিন্তু কিছু সংখ্যক মানুষের রাজাকারী আর দালালী দেখলে ওদের প্রতি ঘৃণা হয়। ধিক্কার জানাই ওই মেরুদন্ডহীনদের।
পাকিস্তানপন্থি বলেন আর ভারতপন্থি বলেন দুই দলই দেশের শত্রু। আমরা কারো গোলাম নই আমরা স্বাধীন আমরা বাংলাদেশী।
সর্বশেষে অনুরোধ জানাই তাদের এই ঘৃন্য মন-মানসিকতা ত্যাগ করে সত্যিকারের বাংঙ্গালী হওয়ার, বাংলাদেশী হওয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।