মাঝরাত
অথচ ঘুম নেই চোখে।
জেগেও তো নেই।
তাহলে?
নিজেই নিজের হৃৎস্পন্দ শুনি
আর
ঘড়িটার টিক টিক, টিক টিক।
স্থির নয়, চলমান।
সময় কি আসলেই ঠিক?
সব নিশ্চুপ, স্থির
ঘুমটাও।
চোখ মেলতেই-
ঘুম জড়ায় আবার।
চোখ মুদে আসে।
কাব্যের ড্রাফট-ঘোড়া ছুটে চলে।
কল্পনায় শুরু হয় বায়োস্কোপ-
"আয়, আয়, আয়, দেখে যা বাচ্চালোক,
আর তালিয়া বাজা। "
আবার খুলি চোখ।
ছন্দিত স্পন্দন চোখের...
জীবনটাও।
এপ্রিল ৩,২০০৯
রাত ৪। ১৫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।