আমাদের কথা খুঁজে নিন

   

একজন আনকোরা ফুটবল বিশেষজ্ঞের বিশ্বকাপ দর্শন।

আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

বিশ্বকাপ ফুটবল চলাকালীন অনেক ব্লগারই মোটামুটি ফুটবল বিশেষজ্ঞ বনে গেছেন। ভাবলাম এই সারিতে আমিও একটু নাম লেখাই। ফিফার ওয়েবসাইট থেকে ফিক্সারের পিকচার টা নিয়ে ভাবলাম দেখি একটু বিশেষজ্ঞ মতামত তুলে দেওন যায় কিনা। যাইহোক, এই হচ্ছে এই মুহুর্তের ফিক্সারের পিকচার।

এই পিকচার দেইখা আমার মনে লয় ৫৮তম খেলায় ঘানাই জয়ী হবে। আবার নীচের দিক দিয়া ৫৩তম খেলায় নেদারল্যান্ডের জয় অনেকটা নিশ্চিত। আর ৫৪তম খেলায় ব্রাজিল জিতবে বলে বিশ্বাস [আমি আবার ব্রাজিলের সাপোর্টার কিনা]। তাইলে দেখা যাইতেছে, বাম দিক দিয়া উরুগুয়ে এবং ঘানার পাশাপাশি কোয়ার্টার ফাইনাল খেলছে ব্রাজিল এবং নেদারল্যান্ড। এইখানে ব্রাজিল বাবাজির খবর আছে।

তার আগ পর্যন্ত তারা মোটামুটি নিশ্চিত। যাইহোক, ৫৭তম খেলায় যদি ব্রাজিল জয়ী হইতারে, তাইলে সেমিফাইনাল খেলছে ব্রাজিল আর ঘানা (৬১তম সেমিফাইনাল); যেহেতু আগেই কইছি ৫৮তম খেলায় ঘানাই জয়ী হবে। আর ডান দিক দিয়া দেখলে মোটামুটি বলা যায় কিছুক্ষণ পরে মেক্সিকো রে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে আর্জেন্টিনা। আবার জার্মান এবং ইংল্যান্ডের মধ্যে আমি জার্মানগো এগিয়ে রাখলাম। তাইলে কওন যায়, ডানপাশে উপরের দিক থেকে কোয়ার্টার ফাইনাল খেলছে আর্জেন্টিনা আর জার্মানী।

হেইডা অইলো ৫৯তম খেলা; যেখানে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে আগ্রহী। আবার, ডান পাশের নীচের দিক থেকে প্যারাগুয়ে আর পর্তুগালই কোয়ার্টার ফাইনাল খেলবে বলে আমার চরমতম বিশ্বাস। প্যারাগুয়ে আর পর্তুগালের মধ্যকার এই ৬০তম খেলায় আমি একটু পর্তুগালের পক্ষপাতি। অতএব, এই কথা কওন যায় যে, ডান পাশ থেকে সেমিফাইনাল খেলছে আর্জেন্টিনা আর পর্তুগাল (৬২তম সেমিফাইনাল)। এই পর্যায়ে এসে আমি মোটামুটি ফেইল মারছি।

তয়, আমার ধারণাঃ ৬১তম সেমিফাইনালে ব্রাজিল একখান ডিগবাজি খাইবার পারে। আবার, ৬২তম খেলাতেও পর্তুগালের কাছে আর্জেন্টিনার ডিগবাজী খাওয়ার সমুহ সম্ভাবনা। অতএব, ফাইনাল হইতে পারে, ১. ব্রাজিল বনাম আর্জেন্টিনা ২. নেদারল্যান্ড বনাম আর্জেন্টিনা ৩. ব্রাজিল বনাম পর্তুগাল। আপ্নেগো মতামত কইতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.