আপডেট: বাংলাদেশ ১১৭/৬ (৩৪ ওভার)
শেবাগ বাংলাদেশকে ''অর্ডিনারী'' দল বলে চিটাগাংয়ের কুয়াশাও গরম করে ফেলেছিলেন। প্রথম ইনিংসে ২৪৩ রানে বিশ্বস্বীকৃত শ্রেষ্ঠ ব্যাটিং লাইনআপ অলআউট। দ্বিতীয় ইনিংসে ৪১৩ রান তুলতে ৮ উইকেট নাই। অথচ এরাই এক মাস আগে শ্রীলঙ্কার ওয়ার্ল্ড ক্লাস বোলিং ঠেঙ্গিয়ে ৩/৪ উইকেটে ৬ শতাধিক রান করেছিলো। যে শেবাগের ২টি ট্রিপল সেঞ্চুরী আছে, ( ২টি আছে ব্রাডম্যান আর লারার।
চতুর্থ কারো নাই। ) আরেকটা করে ফেলেছিলেন প্রায়, তার বাংলাদেশের বিপক্ষে কোন সেঞ্চুরীও নাই। একমাত্র হাফ সেঞ্চুরীটি করেছেন চিটাগাংয়ের প্রথম ইনিংসে। জীবনের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ভারতের বিপক্ষে বুলবুল সেঞ্চুরী করেছেন, প্রথম বোলিংয়ে দুর্জয় ৬ উইকেট নিয়েছিলেন। অথচ বাংলাদেশকে ওদের চোখেই লাগেনা।
ভারতের দ্বিতীয় ইনিংসের সময় কমেন্ট্রির সময় গাভাস্কারও দেখি গলা বাড়িয়ে বলছেন, বাংলাদেশ নাকি অর্ডিনারি ক্রিকেট খেলছে। রবি শাস্ত্রীর গলাতো চড়েই থাকে। অথচ ভারত এই অর্ডিনারী বাংলাদেশের সাথে টেস্ট খেলার জন্য টেন্ডুলকার,দ্রাবিড় আর লক্ষণকে উড়িয়ে এনেছে। শেষ ইনিংসে ৪০০ পার হবার পরও ইনিংস ঘোষণা করতে অনেক ভাবনাচিন্তা করেছে।
আজকের টেস্টে লক্ষণ খেলতে পারছেন না।
ধোনী ঢুকেছেন। ঢুকেছেন স্পিন মায়েস্ত্রো হরভাজন সিংও। কমেন্ট্রি বক্সে গাভাস্কার আর রবি শাস্ত্রীতে সমানে ব্যাটিং/বোলিং করে চলেছেন। বাংলাদেশকে দ্রুত অল আউট করে কিভাবে দ্রুতরান তুলে একবারের ব্যাটিংয়ে কম্মকাবার করা যায় তার ফতোয়াও দিচ্ছেন।
অর্ডিনারি বাংলাদেশের সাথে এতো সাজ সাজ রব কেন আমার মাথায় ঢুকছে না।
ভারত আসলে বাংলাদেশকে সমঝে চলছে ? আর রাগিয়ে দিয়ে ভুল খেলিয়ে সুবিধা নিতে চাচ্ছে ? ক্রিকেট ওস্তাদরাই এর শান বলতে পারবেন।
লাইভ লিঙ্ক: http://www.hitcric.info/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।