ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।
এক.
একজন ভালো হয়
একজন মন্দ
ভালো আর মন্দে ঠিঁক
বেঁধে যায় দন্দ!
ভালো মন্দ ভুল করে
একসাথে রয় না
ভালোর সাথে মন্দের
জয় কভু হয় না!
দুই.
ভালো বলে ভালো কথা
মন্দ হাসে খুব
শেষ হাসিতে ভালো হাসে
মন্দের দু:খে ডুব!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।