আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন

পথহারা পথিক

তোমরা আমার চোখ বেধে রেখেছ তাই আমি কিছু দেখতে পারছি না, আমার হাত বেধে রেখেছ তাই আমি কিছু করতে পরিনা, পায়ে আমার তোমরা শিকল পরিয়েছ তাইত আমি হাটতে পারিনা, আমার বুকের উপর তোমরা দুমরে-মুচরে লাফিয়ে চলেছ তাই আগের মত আর সোজা হয়ে দাড়িয়ে থাকতে পারিনা, যে ভাবে তোমরা আমায় নিয়ে মেতেছ সন্ত্রাস আর দূর্নিতির খেলায় কেউ আমায় বেচেছ আবার কেউ আমায় কিনছ মনে হয় আমি কোন বাজারের পন্য। তাইত এই আক্ষেপ করা ছারা আমার আর কি-ই বা করার আছে আমায় কি তোমরা ছিনেছ হেঁ আমি তোমাদের দেশ নাম আমার বাংলাদেশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।