আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন

স্বাগতম!

আকাশটা কতো নীল? তোমার শাড়ীর জমীনের চেয়েও? অন্ধকারটা কতো কালো? তোমার চোখের গোলক চেয়েও? বলতে পার, তুমি এতো কেন ভালো? ভালো লাগার অগ্নিচিতায় ঘৃত কেন ঢালো? বলো না, প্লিজ, বলো, তুমি এতো কেন ভালো? কথায় কথায় অশ্রু ঝরাও, হৃদে জ্বালাও আলো। রংটা বলো, তোমার মত; সাদা সাদা - চোখটা কালো, বলতে পার, তোমার মত, নাকটা ভালো-- ভ্রু ভালো, কপোল ভালো, চিবুক ভালো, ক'টি ভালো, নিতম্ব (না থাক!); হাসছ কেন? বকছি বলে? সবই অশ্বডিম্ব। সরাসরি মতামত জানাতে পারেন এই কবিতার কবি কাওসারকে... @ 01722-503180. ও বেচারা রা.বি. শেরে বাংলা হলে অধীর আগ্রহে অপেক্ষা করছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।