আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার ব্যাংক পরিকল্পনায় শেয়ার বাজারে দরপতন

িকসু িলখার নাই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের ব্যাংকিং সিস্টেমে নতুন কিছু বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছেন, এমন খবরে আমেরিকার শেয়ার মার্কেটে নেতিবাচক প্রভাব পড়েছে। শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ গুরুত্বপূর্ণ ব্যাংকের শেয়ারের মূল্য পড়ে যেতে শুরু করেছে। খবরে বলা হয়েছে, গোল্ডম্যান স্যাকস, জেপি মরগান ও ব্যাংক অফ আমেরিকার মতো ব্যাংক এই তালিকায় রয়েছে। লাভ বেড়েছে বলার পরও গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অফ আমেরিকা ও জেপি মরগানের শেয়ারের মূল্য যথাক্রমে ৪, ৬.২ ও ৬.৬ শতাংশ কমেছে। উল্লেখ্য, সম্প্রতি বারাক ওবামা বলেছেন, তিনি ব্যাংকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। তিনি ব্যাংকের পরিধি কমানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ লেনদেনের ওপর বিভিন্ন ধরনের বিধি-নিষেধ আরোপ করার কথা বলেন। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমেরিকার আর কোন করদাতা ব্যাংকের কাছে কখনো জিম্মি হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।