আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
একটা তারা চারটা তারা
তিনটা তারা ঐ
তারার জাগায় তারা আছে
বন্ধুরে তুই কই ?
একটা গোলাপ চারটা গোলাপ
তিনটা গোলাপ ফোটে,
বন্ধুরে তোর মুখটা চোখের
সামনে ভেসে ওঠে,
একটা পাখি চারটা পাখি
তিনটা পাখি ওড়ে,
তোর কারনে বন্ধু আমার
মন সারাক্ষন পোড়ে
একটা কথা চারটা কথা
তিনটা কথার মানে
কেউ না জানুক তুই জানিস আর
আমার হৃদয় জানে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।