আমাদের কথা খুঁজে নিন

   

একটু নীলের জন্য ..

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

হোটেল সী-প্যালেস একদিন আমাকে ই-মেইল করেছিল ; তাতে লেখা ছিল-"সমুদ্র তোমাকে দেখতে চায় ,আসবে ?" ঠিক সেদিন থেকেই ঊর্বশী সমুদ্র আমার চোখে । একটিদিনও নষ্ট করিনি ,সেদিন রাতেই সোহাগের শেষ বাসটি ধরেছিলাম ; শুধু তোমায় দেখবো বলে ,হে নীল বসনা । সূর্যের দীপ্তি ছড়ানোর আগেই পৌঁছে গেছি তোমার গা ঘেঁসে বেড়ে ওঠা শহরটিতে । কিন্তু একি দেখছি আমি ! তুমি এমন অন্ধকারে ছেঁয়ে আছ কেন সমুদ্র ? এমন কালো মলিন সমুদ্রতো আমি দেখতে চাইনি ; তোমার শরীর ভরা অলংকার কোথায় গেল ? সবি কি ফিরিয়ে দিয়েছ আকাশকে ? সত্যি বলো সমুদ্র ; জানি তুমিও সত্য বলবে না । এমন বর্ণহীন নিষ্প্রান সমুদ্র দেখতেতো আমি এতো দূর পথ ছুটে আসিনি ! সমস্ত কাজ জমিয়ে রেখেছি কেবল তোমার নীলে প্লাবিত হব বলে ।

তোমার সেই উত্তাল তরঙ্গ কোন সে অভিমানে আগলে রেখেছ বলতে পার ; কথা বলো ,সমুদ্র ; কথা বলো ; তুমি কি আমায় ফিরে যেতে বলছো ? তাহলে কি আর কোন দিন উম্মোচিত হবে না তোমার নিজস্বতা ? আমি কি আর কোন দিন গা ভেজাবো না অথৈ নীলে ! তবে তাই হোক । ব্যথিত এক খানা হ্রিদপিন্ড আর ঘাড়ে একখানা ল্যাগেজ ঝুলিয়ে চললাম ফিরতি পথে । টার্মিনালেও পৌঁছে গেলাম সময় মতো , কাউন্টারের সীমানা বরাবর যতোদূর দৃষ্টি যায় -সেখানে কোন বাস নেই। টিকিট বিক্রেতাকে প্রশ্ন করতেই উত্তর এলো - "ঢাকার বাসতো একটু আগেই ছেড়ে গ্যাছে , আজ আর কোন বাস নেই। " এ কেমন করে হলো ;আমিতো সময় মতোই এসেছিলাম ।

অবসন্ন দেহখানা নিয়ে পুনরায় পা বাড়ালাম সী-প্যালেসের দিকে । দুইধারে শারি শারি ঝাউবন আর রাস্তার পাশে বেড়ে ওঠা বার্মিজ মার্কেটগুলো বার বার জানিয়ে দিচ্ছে -সমুদ্র শহরের উপস্হিতি । এলোমেলো পা ফেলি ,সামনের দিগে এগিয়ে যাই । হোটেলের লবীতে পা রাখতেই চোখ পড়ে তোমার উপর ; -তুমি কি পুনরায় নীল হলে ,ভীষন জানতে ইচ্ছে করছে । (পুরো কবিতাটার ধারনা ফিল্ম ডিরেক্টর বেলাল আহমেদ ভাইয়ের কাছ থেকে পাওয়া ।

আমি কেবল কলম ঘসেছি মাত্র । )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.