আমাদের কথা খুঁজে নিন

   

আশার কুসুম

শব্দশিখা জ্বলে...

হুয়্যাং ওয়্যাংগু আবদুর রব শত সহস্র রাত্রির দুঃস্বপ্নে কুমারীরা সাজানো বাগানে আশার কুসুম ফোটায় তাদের চোখে অশ্রু ঝরে বসন্তের বৃষ্টির মতো সমগ্র স্কয়ার জুড়ে পবিত্র সাদা ফুল ফোটে। সে এমন এক সময় যখন চাররিদিকে শয়তানের নৃত্যনাট্য: রাত্রে হন্তারক হাত এসে স্কয়ারের সব ফুল ছিঁড়ে নেয় কিন্তু সকালে আবার বুনো জোয়ারের মতো ফুল ফোটে, সীমাহীন সমুদ্র। সেইসব দিনগুলিতে হীমার্ত এবং লৌহভার কুমারীর আশা এবং ফুল, শুধু একজনকেই উৎসর্গিত হলো যে পুরুষ তার কন্ঠ এবং হাসিতে বন্দী করে কুমারীদের আশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।