Why So Serious
গত কয়েকদিন শীতবস্ত্র সংগ্রহে অনেক ব্যাস্ত ছিলাম। শীতবস্ত্র সংগ্রহ করতে গিয়া সম্মুখীন হলাম কয়েকটা বাস্তবতার। বস্ত্র সংগ্রহের পাশাপাশি আমারা অর্থ সহায়তার ছাত্রদের পাশাপাশি জন্য বিশ্ববিদ্যালয়ের স্যার দের কাছে গেলাম। কতা হইল বিভিন্ন স্যারেরা বিভিন্ন অঙ্কের সহায়তা দিলেও আমাগো ছাগু সর্মথক স্যারেরা কোন সহায়তা দেন নাই কিন্তু তারা যেই ধর্মের দোহাই কাজে লাগাইয়া রাজনীতি করেন তার মধ্যে গরীব দুঃখীদের সাহায্য করা ফরজ। এবং তাদের সর্মথ্য ছলি সাহায্য করার।
আরেক খান ঘটনা হইল ছাগি হইলেও আমার সাথে ভাল সর্মক আছে এক ছাগির। ছাত্রী সংস্থার জন্য তার জান জায়। সবার মত আমি তার কাছেও যেকোনভাবে সাহায্য করার জন্য কইলাম। উত্তর ছিল আমার কাপর নাই পারলে আমারে দে। যতদিন কাপর সংগ্রহে ব্যস্ত ছিলাম দোয়া করছি ওই ছাগিরে দেওয়ার জন্য একটা অন্তবাস ভুল কইরাও যেন পাওয়াইয়া দেয়।
আর তাদের অর্থ তহবলি যাতে শুন্য হইয়া যায়। সবাই কন আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।