সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই রায়ের পর থেকেই ব্লগার-জনতার ক্রমাগত প্রতিবাদের উত্তাল হয়ে উঠেছে শাহাবাগ। এই সব দেখে ফেসবুকের ছাগুদের ল্যাদানো পেজগুলো পশ্চাৎদেশে বিশাল পাইলসের হওয়ার মত মোচড়ামচড়ী করছে!অনেক কষ্টে নাক মুখ বন্ধ করে ল্যদানিগুলোর স্কিন শট তুলেছি। প্রথমেই ছাগুদের তীর্থভূমি “ওড়না” পেইজ ওই পেইজেই আন্দোলন নিয়ে এক ছাগু হারামজাদার কমেন্ট এরপর I am Bangladeshi ( পড়তে হবে পাকিস্তান ) পেইজের চলমান আন্দোলন কে ব্যঙ্গ করার চেষ্টা বাশের কেল্লা নামক পেইজে ছাগুদের চিরচেনা চ্যানেল দিগন্তর নিউজ অন্য একটি পেইজে ব্যঙ্গ করার চেষ্টা। প্রবাস জীবন নামক পেইজের ল্যদানি আরো অনেক "ম্যা ম্যা " ছিল। এত বেশি গন্ধ যে শট নিতে ইচ্ছা করলো না। রাজপথের পাশাপাশি ব্লগ এবং ফেসবুকেও জামাতি বলদের গদামের উপর রাখতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।