আমাদের কথা খুঁজে নিন

   

বাণিজ্য মেলা চোরদের স্বর্গরাজ্য ??? সবাই সাবধান!!!



আজ আমার জীবনের প‌্রথম ব্লগে লেখা। আজ আমার উচিৎ ভাল কথা লিখা কিন্তু আমি তা পারছি না কারণ গতকাল আমরা পরিবারের সকলে মিলে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। সেখানে ঘুরাঘুরির একপর্যায়ে আমরা আর, এফ, এল- র প‌্যাভিলিয়নে ঢুকলাম। সেখানে ছিল খুব ভিড়। আমরা ওখান থেকে কিছু জিনিস কিনার পর আম্মু কাউন্টারে টাকা দিতে গিয়ে দেখে উনার পার্সে টাকা নেই সেল ফোনও নেই।

এরপর আমি আমার পার্স সার্চ করে দেখি আমার সেলও চুরি হয়ে গেছে। ওখানকার আরেকজনেরও সেল গায়েব ! এরপর আমি গিয়ে পুলিসকে ব্যাপারটা ইনর্ফম করলাম। আমার কাছে একজনকে সন্দেহজনক মনে হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তার বডি, ব্যাগ সবকিছু সার্চ করল কিন্তু কোন লাভ হলো না। আমিও জানতাম আর কোন লাভ হবে না। এখানে আমার আব্বু আর ছোট ভাই ছিল মেলার অন্য জায়গায়।

তাই একজন থেকে তার ফোনটা চেয়ে নিয়ে ওদেরকে ফোন করলাম। আব্বু আসার পরে মনের দুঃখ ভোলার জন্য অনেক কিছু কিনে দিল। আমরাই না আমাদের মনের দুঃখ ভুললাম কিন্তু যারা এই দুর্ভোগের শিকার তারা কি সবাই তাদের মনের দুঃখ ভুলতে পারছে ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।