হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র
যে তৃষ্ণায় আমি রোজ ছটফট করি,
সে আমার আজন্ম তৃষ্ণা।
পঁচিশে মার্চের রাতে মৃত্যুভয়ে শুকিয়ে যাওয়া গলা এখনো ভেজেনি আমার।
যে যন্ত্রণা আমি আমার মাথায় বয়ে বেড়াই,
সে যন্ত্রণা আমার জন্মগত।
একাত্তরের কোন এক ধর্ষিতার চিৎকারে মগজ নড়ে যাওয়া যন্ত্রণা এখনো কমেনি এক ফোটাও।
যে পাগলামির কারণে তোমরা আমায় পাগল বল,
সে পাগলামি আমার মজ্জাগত।
মৃত শহীদের কান্না আর যুদ্ধাপরাধীদের গাড়িতে সরকারি পতাকা, পাগলামি আরো বাড়িয়েছে আমার।
গলাকাটা মুক্তিযোদ্ধার লাস, চাপ চাপ রক্তের মাঝে শুয়ে থাকা ধর্ষিতা,
শকুনে খুবলে খাওয়া ছোট্র শিশুর মৃতদেহ আর লাখো শহীদের অতৃপ্ত আত্মার গোঙানির দুঃস্বপ্ন থেকে ঘামে ভেজা শরীর আর রক্তে এড্রেলিনের উচ্চ প্রবাহ নিয়ে জেগে উঠে,
জন্মগত যন্ত্রণায় অস্থির আর মজ্জাগত পাগলামিতে উম্মাদ হয়ে,
আজন্ম তৃষ্ণা মেটাতে,
রাজাকারের রক্ত খাবো আমি।
সরীসৃপের ক্ষুধা আর হিংস্রতায়,
শরীরের প্রতিটা রোমে আদিম বন্যতার শিহরনে,
বুকের রক্ত হিম করা অট্টহাসি হেসে,
ঘৃণা মাখা ছুড়ির ডগা দিয়ে কেটে ফেলবো,
শিরা, উপশিরা, কণ্ঠনালী, শ্বাসনালী।
জন্মগত যন্ত্রণা আর আজন্ম তৃষ্ণা মেটাতে,
রাজাকারের রক্ত খাবো আমি।
হব আমৃত্যু পরিতৃপ্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।