আমাদের কথা খুঁজে নিন

   

সংসদে বিদ্যুত্ প্রতিমন্ত্রী : বিদ্যুতের খাম্বা কেনায় দুর্নীতির অভিযোগ করেনি দুদক



বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সংসদে জানিয়েছেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুতের খাম্বা ক্রয়ের বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত টাস্কফোর্স কিংবা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। জোট সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি গিয়াস উদ্দিন আল মামুনের খাম্বা কোম্পানি বিদ্যুতের খাম্বা উত্পাদন ও সরবরাহের নামে যে বিশাল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে, তার পরিমাণ কত এবং সেটা সরকারি কোষাগারে আনা হবে কিনা—সরকার দলীয় এমপি মঞ্জুর কাদের কোরাইশীর এ প্রশ্নের লিখিত জবাবে গতকাল বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের খাম্বা কেনার বিষয়ে অনেক অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ক্রয়কৃত পোল সম্পর্কে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ২০০৭ সালের প্রথম কোয়ার্টারে দুর্নীতি দমন সংক্রান্ত টাস্কফোর্স একাধিকবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দফতরে গিয়ে ব্যাপক তদন্ত করে এবং পোল ক্রয় সম্পর্কিত যাবতীয় নথিপত্র জব্দ করলেও পরে তা ফেরত দেয়। পরবর্তীতে ২০০৯ সালের প্রথম কোয়ার্টারে দুদকের এক উপ-পরিচালকের নেতৃত্বে ওই পোল ক্রয় সম্পর্কিত যাবতীয় নথি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আলোচ্য বিষয়ে টাস্কফোর্স বা দুদকের তদন্তকারীদের পক্ষ থেকে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। গোলাম ফারুক খন্দকার প্রিন্সের এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সংসদকে জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোনো বন্ধ কলকারখানা খুলে দেয়া হয়নি। তবে বিএসইসির নিয়ন্ত্রণাধীন ঢাকা স্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, টঙ্গী, গাজীপুরের আইনগত সমস্যা সমাধানপূর্বক পুনরায় চালু করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ সংস্থার আরও দুটি কারখানা চিটাগাং কেমিকেল কমপ্লেক্স ও নর্থ বেঙ্গল পেপার মিল খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া খুলনার নিউজপ্রিন্ট মিল পুনরায় চালু করার জন্য আর্থ-কারিগরি সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়েছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.