আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধের ঘনঘটায় উৎকণ্ঠা সিরিয়াজুড়ে

মধ্যপ্রাচ্যের দেশটিতে সাধারণ নাগরিকদের ‘সুরক্ষায়’ সব ধরনের ‘ব্যবস্থা’ নিতে জাতি সংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলতে যাচ্ছে যুক্তরাজ্য, যাতে যুক্তরাষ্ট্রের সমর্থন স্পষ্ট।
এদিকে সরকারবিরোধীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ তোলা হয়েছে, তা পশ্চিমাদের ‘ছুতো’ বলে দাবি করেছে বাশার আল আসাদ সরকার।
সিরিয়ার দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র রাশিয়া জাতিসংঘের তদন্ত শেষ হওয়ার আগে সামরিক অভিযানের বিরোধিতা করছে।
অন্যদিকে যে স্থানে গ্যাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে, বুধবারও সেখানে তদন্ত চালিয়েছে জাতিসংঘ পর্যবেক্ষক দল।
কাজ শেষ করতে তাদের আরো চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন জাতি সংঘ মহাসচিব বান কি মুন।

তথ্য উপাত্ত হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা নিশ্চিতে লাগবে আরো কিছু দিন।
গৃহযুদ্ধ চললেও গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রণপ্রস্তুতিতে দামেস্কবাসীর মধ্যে এখন উৎকণ্ঠা দেখছেন বিদেশি সাংবাদিকরা।
দামেস্কের বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে আত্মরক্ষামূলক প্রস্তুতি নিতে ছুটে বেড়াতে দেখা গেছে।
হামলা শুরু হলে খাবারের সঙ্কট দেখা দিতে পারে- এই আশঙ্কায় রুটি, শুকনো খাবার ও ফলমূল কিনে রাখছেন অনেকে। অনেককে পানিও কিনে রাখতে দেখা গেছে।


রুলা নামে দামেস্কের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, “গৃহযুদ্ধের কারণে শহরের মানুষ অনেকদিন ধরেই খাবার সংরক্ষণ করে রাখছিল। এখন বড় ধরনের অভিযানের আশঙ্কায় আগের চেয়ে কয়েকগুণ বেশি খাবার সংরক্ষণ শুরু করেছে। ”
দামেস্ক ও এর আশপাশের শহরের ব্যাংকগুলোতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেককে দেখা গেছে এটিএম বুথ থেকে টাকা তুলতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন।
যুদ্ধের আশঙ্কার ছাপ এখন দামেস্কের সর্বত্র।

তবে এর মাঝেও প্রেসিডেন্ট আসাদ সমর্থক একদলকে ভয় কাটাতে উঁচু আওয়াজে দেশাত্মবোধক গান বাজাতে দেখা গেছে।
 
প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা পিকআপে লাউড স্পিকার বসিয়ে, পতাকা উড়িয়ে রাজপথে টহল দিচ্ছে।
দামেস্কের পাশাপাশি অন্য শহরেও শঙ্কায় রয়েছেন বাসিনস্দারা। হুমে, জুমরিয়া, কাদসিয়াতে লোকজন নিজেদের বাসাবাড়ি ছেড়ে তুলনামূলক নিরাপদ স্থানে বাসাভাড়া নেয়ার চেষ্টা করছেন।
সম্ভাব্য পশ্চিমা আক্রমণ থেকে বাঁচতে দামেস্কের ঘাঁটি থেকে আসাদ বাহিনী তাদের সেনাদেরকে সরিয়ে নিচ্ছেন বলে প্রত্যক্ষদর্শী ও বিদ্রোহীরা দাবি করেছে।


সেনাবাহিনীতে ব্যবহৃত ট্রেইলার ট্রাক দিয়ে যুদ্ধের সরঞ্জাম নতুন গন্তব্যের দিকে নিয়ে যেতেও  দেখা গেছে।
উমায়েদ স্কোয়ারের জেনারেল স্টাফ কমান্ড বিল্ডিং, তাদের পাশের বিমান বাহিনীর বিল্ডিং ও পশ্চিম কেফারে অবস্থিত নিরাপত্তা কম্পাউন্ড থেকে মালামাল সরানো হচ্ছে বলে স্থানীয়রা ও ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা জানিয়েছেন।
তবে এ বিষয়ে সিরিয়ার সেনাবাহিনী কিংবা সরকার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সিরিয়ায় সম্ভাব্য যুদ্ধের আগে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে প্রতিবেশী দেশ ইসরাইল।
পাশের আরেক দেশ তুরস্কও পরিস্থিতির আলোকে প্রয়োজনীয় সব প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে।


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেন, “আমরা এখন আরো সতর্ক অবস্থানে আছি। নিরাপত্তার প্রয়োজনে যা করা দরকার, তুরস্ক সবই করতে প্রস্তুত। ”
বুধবারই নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদের বৈঠকে সিরিয়া অভিযানের প্রস্তাব তোলার কথা, যার সদস্য রাশিয়াও।  
 
নিরাপত্তা পরিষদের বৈঠককে সামনে রেখে যুক্তরাজ্যের জ্যেষ্ঠমন্ত্রীদের নিয়ে সে দেশের সেনা বাহিনী ও নিরাপত্তা প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বান কি মুন এ নিয়ে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর রাষ্ট্র চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।


তবে ওই সব বৈঠকে সেনা অভিযানের পরিবর্তে আলোচনা ও কূটনীতিক তৎপরতার শেষ মুহূর্তের সুযোগ নেয়ার বিষয়েই বেশি গুরুত্ব দেন মুন।
সিরিয়ায় গৃহযুদ্ধ থামাতে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছিলেন মধ্যপ্রাচ্যের কূটনীতিক লাখদার ব্রাহিমি।
সম্প্রতি সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলায় বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে বলে তিনিও সাংবাদিকদের বলেছেন।
তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো ধরনের সামরিক অভিযানে সায় নেই অারব এই কূটনীতিকের।
এদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়েল আল হালকি সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে নামার জন্য রাসায়নিক হামলার একটি ‘মিথ্যা দৃশ্য’ দাঁড় করিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.