আমাদের কথা খুঁজে নিন

   

সেন্টমার্টিনে যাত্রা..... ঈদের ছুটিতে .... - পর্ব - ৪

মন শুধু ছুটে যায় দুরে কোথাও ... ... ...
৩য় পর্ব - মহেশখালী ভ্রমন - এর পরে সেন্টমার্টিনে যাত্রা..... আমার আগে কখনো সেন্টমার্টিনে যাওয়া হয়নি। তাই মহেশখালী থেকে ফিরে রাতেই হোটেলে বসে বন্ধুদের সাথে প্লান করলাম পরেরদিন যাব সেন্টমার্টিন। সেন্টমার্টিনের যাওয়া-আসার থাকা-খাওয়ার ব্যপারে কিছু দিলাম না কারন সামুর ব্লগার ভাইয়েরা এসব কিছু দিয়ে মুখস্থ করিয়ে ফেলেছে। তারপরও একটা কথা বলছি, যারা একদিনের জন্য যাবেন তারা কোন প্যাকেজের মাধ্যমেই যাবেন, তাতে খরচ, কষ্ট, ঝামেলা সবই কমবে। যাই হোক ভোরে শুরু হলো যাত্রা সেন্টমার্টিনের উদ্দেশ্যে..... প্রথমে বাসে যাত্রা সেন্টমার্টিনের পথে .... অবশেষে পৌছালাম নাফনদীর তীরে .... অনেক মানুষ... এত কোলাহলের মাঝেও চারপাশের প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেলাম .... তিনটি শীপ যায়.. কেয়ারী সিন্দবাদ, ঈগল আর কুতুবদিয়া ... আমরা যাচ্ছিলাম ঈগলে .... ঈগলে ঢুকার পর পিছনে কুতুবদিয়া .... যাত্রা হল শুরু... সকাল ১০.৩০-এ সেন্টমার্টিনে নামছি.... বাজে প্রায় পৌনে একটা সেন্টমার্টিনে স্বাগতম নেমেই ঢুকলাম খাবার হোটেলে... গরম গরম মাছ ভাজা হচ্ছে .. সেন্টমার্টিনে ঘোরার বাহন... প্যাকেজের গাইড জানাল.. ফিরে যাওয়ার জন্য জাহাজ ছাড়বে চারটায় .. তাই তার আগেই পৌছাতে বলল ... সেন্টমার্টিনের বীচ... প্রবাল .... প্রবালদ্বীপের ক্ষুদে অধিবাসীরা... শুটকি দেয়া হয়েছে রোদে .... সমুদ্রের পানিতে গমন... ডুবন..... সৈকতের সাথেই হুমায়ুন আহমেদের সেই বাড়ি .... "সমুদ্রবিলাস" ... ঘড়িতে বাজে পৌনে চারটা... ঈগল ছাড়বে চারটায় .... তাই তড়িঘড়ি করে রিক্সায় ছুটলাম জেটির দিকে .... উঠার প্রায় সাথেসাথেই জাহাজ ছাড়ল.... শেষ বিকেলের পড়ন্ত সূর্য .... দুরে দেখা যাচ্ছে ভূ-খন্ড... ডুবন্ত সূর্যের অপুর্ব দৃশ্য... অবশেষে ফিরে আসলাম টেকনাফের কাছে.... ৩.৩০মিনিটের অসাধারণ এক ক্ষুদ্র ভ্রমনের শেষে.... (চলবে...) শেষ পর্ব - অবশেষে গেলাম ইনানী-হিমছড়ি ....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.