এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipooka.com/
সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে অনেকগুলি মাছের ছবি তুলেছিলাম, দেখেনতো কটা চিনতে পারেন।
১।
মাছ গুলি এভাবেই সাজিয়ে রাখে, বললেই ভেজে দিবে।
২।
অনেকেই হয়তো ভাবছেন এটা রুপচাদা, আসলে এটা কিন্তু রুপচাদা নয়। এটাবে ওরা বলে টেকচাদা।
৩।
দেখতে অনেকটাই টোনা ফিসের মতো, নামটা জানি না।
৪।
খাবেন নাকি কোনোটা?
৫।
ওদের ভাষায় এটার নাম সুন্দরী মাছ।
৬।
দেখতে চিংড়ির মতো, আসল নামটা মনে করতে পারতেছিনা, এটা কাঁকড়া প্রাতির।
৭।
৮।
এই দুটি মাছের নাম আমি জানি না, আপনার কেউ জানেন?
৯।
টোনা ফিস
১০।
ছোট কোরাল মাছ।
১১।
ছুরি মাছ মনে হয়।
১২।
এই মাছটারও নাম জানি না।
১৩।
বামের দুটি টেকচাদা, ডানেরটার নাম কি?
১৪।
টোনা ফিস।
প্রথম প্রকাশ:
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।