আমাদের কথা খুঁজে নিন

   

ইনকা, মায়া, হরপ্পা, মিশর, ভারতবর্ষ!



গতকাল সকালে একটা প্রোগরাম দেখলাম কানাল ভেসতি-তে। (কানাল ভেসতি -এটা রূশ সংবাদ মাধ্যম, বি বি সি-র চেয়ে ভালো)। রুশ বিগ্গানীরা ১৯৮০ সালে জানতে পারেন যে, ইনকা, মায়া, হরপ্পা, মিশর, ভারতবর্ষ -সভ্যতার লোকেরা একে অন্যের সম্পর্কে জানতেন, এমনকি ভবিষ্যত বানী ছিল ভবিষ্যত সভ্যতার ব্যাপারে। দখ্খিন আমেরিকার কোনো এক সূর্য ঘড়ির বিষয় প্রথম পড়েন একজন লেনিন গ্রাদের বিগ্গানী। তিনি দখ্খিন আমেরিকায় জাতীয় বীর এ জন্যে - আর আমরা লেনিন গ্রাদ বাসীরা তার কথা জানি না।

((ফ্রান্সে ভ্রমনকালে জানতে পারি যে, ফরাসীরা মাইকেল মধুসূধনকে খুব পছন্দ করে, তার জাদুঘর আছে ভার্সাই নগরে। রাশিয়াতে রবি ঠাকুর রীতিমত হিট। মস্কোতে তার মূর্তি পর্যন্ত আছে। আনেক সাহিত্য সভা হয়, যেখানে আমাদের কবিদের কথা বলা হয়। ))) পাঠক ভাইয়েরা, বোনেরা - আদি সভ্যতার যোগাযোগের ব্যাপারে কেউ কি কিছু জানেন? জানলে দ্য়া করে একটু ভাগ করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.