আমাদের কথা খুঁজে নিন

   

শীতের স্মৃতিচারণ

সত্যবাদী, আশাবাদী, দৃঢ় প্রতয়ী, নির্ভীক এক যাত্রী।

প্রতিটি ঋতুর একটি আলাদা বৈচিত্র আছে। তেমনি শীত কালেরও একটি আলাদা বৈচিত্র আছে। কুয়াশাচ্ছোন্ন সকালে চাদর গায়ে জরিয়ে চুলার পাশে বসে গরম গরম ধুপি পিঠা খাওয়া, মুড়ির সঙ্গে খেজুরের রস, তারপর মিষ্টি রোদে গা পোহানো, খেজুর গাছ থেকে রস পেরে নিয়ে আসা, আবার বিকেলে গাছীর গাছ লাগানো। অপরদিকে আবার, ঠান্ডায় গুটিশুটি হয়ে বুড়ো দাদুর লেপের ভিতর থাকা। আগুন জ্বালীয়ে গোল হয়ে তা ঘিরে থাকা, ইত্যাদি। এমন অনেক মধুর স্মৃতি হয়তো আপনার জীবনেও আছে। যা ভাবলে আজও আপনাকে সেই দিন গুলোতে ফিরে নিয়ে য়ায়। আসুন সেই স্মৃতিগুলো আজ আমরা শেয়ার করি। অসমাপ্ত.................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।